November 2019

উমা নিবাসে মহাপ্রয়াণ দিবস

বাবার মেমোরিয়াল আনন্দমার্গ প্রাইমারি স্কুল ‘উমা নিবাসে’ গত ২১ শে অক্টোবর ভাবগম্ভীর পরিবেশে মহাপ্রয়াণ দিবস উদ্যাপিত হয়৷ তিনঘন্টা ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন, ঈশ্বর প্রণিধান, গুরুপূজা শেষে এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন আচার্য মোহনানন্দ অবধূত৷

আনন্দনগরে দীপাবলী উৎসব

আনন্দনগরে নোয়াহাতু গিরিজানন্দ ডিহিতে দীপাবলি উৎসব পালিত হয়৷ এখানে আনন্দনগরের সমস্ত দাদারা, মার্গী ভাই বোন ও সর্বস্তরের কর্মীরা  উপস্থিত ছিলেন৷ দীপাবলী উৎসব উপলক্ষ্যে এদিন সন্ধ্যা থেকেই গিরিজানন্দ ডিহি আলোকমালায় সজ্জিত হয়ে ওঠে৷  এরপর ‘দীপাবলী সাজায়েছি প্রভু তোমারে করিতে বরণ’এই প্রভাত সঙ্গীতটি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়৷  তিনঘন্টা অখণ্ড  কীর্ত্তন, সাধনা ও নারায়ণ সেবা করা হয়৷ পরিশেষে দিনটির বিশেষ গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন , আচার্য মুক্তানন্দ অবধূত দাদা৷

বীরভূম মল্লারপুরে আনন্দমার্গের সেমিনার ও পথসভা

বীরভূম জেলার ময়ূরেশ্বর ১ নং ব্লকের মল্লারপুরে আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে ব্লকস্তরে সেমিনারের আয়োজন করা হয়৷ এই সেমিনারে ময়ূরেশ্বরের বিভিন্ন ইউনিট থেকে প্রায় একশত মার্গী ভাই-বোন যোগদান করেন৷ কলকাতা থেকে আচার্য প্রসুনানন্দ অবধূত এই সেমিনারে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানের শুরুতে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রতিকৃতিতে মাল্যার্পণ করেন আচার্য প্রসুনানন্দ অবধূত৷ প্রভাত সঙ্গীত, মিলিত অখণ্ড কীর্ত্তন ও গুরুপূজার মাধ্যমে সেমিনার শুরু হয়৷ এরপরে যোগ, স্বাস্থ্য, সার্বিক বিকাশ---এই বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন আচার্য প্রসুনানন্দ অবধূত৷ বিকালে স্থানীয় বটতলা মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়৷

চুঁচুড়ায় কীর্ত্তন দিবস

গত ৮ই অক্টোবর হুগলী জেলার চুঁচুড়ায় কীর্ত্তন দিবস পালিত হয়৷ কীর্ত্তন দিবস উপলক্ষ্যে ওই দিন সকালে প্রভাত সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে কীর্ত্তন দিবসের সূচনা হয়৷ আধ ঘণ্টা ব্যাপী প্রভাত সঙ্গীতের পর শুরু হয় অখণ্ড ‘বাবানাম কেবলম্’ কীর্ত্তন৷ এই কীর্ত্তন চলে তিন ঘণ্টা৷ চুঁচুড়ার সকল মার্গী ভাইবোন ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন৷ কীর্ত্তন পরিচালনা করেন চন্দনা সেন তপোময় কুণ্ডু, দেবাশীষ ধর৷

আনন্দমার্গীয় বিধিতে বৈপ্লবিক বিবাহ

গত ২৮শে অক্টোবর কলকাতাস্থিত আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রমে মার্গীয় বিধিতে একটি বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠিত হয়৷ এই বিবাহে পাত্র ছিলেন উত্তরপ্রদেশের রামমোহনজী, আর পাত্রী বিহারের নালন্দা জেলার বিশিষ্ট আনন্দমার্গী মহাবীরজীর দ্বিতীয় কন্যা বিভাকুমারী৷ এই বিবাহ অনুষ্ঠানে পাত্রপক্ষে পৌরোহিত্য করেন আচার্য চিতভাষানন্দ অবধূত ও পাত্রীপক্ষে পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দ বিষ্ণুপ্রিয়া আচার্যা৷ সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত৷

বাঙলার দাবীতে বাঙালী ছাত্র-যুব সমাজের অভিযান

আগরতলা ঃ গত ২৭শে অক্টোবর আগরতলা শহরে অবস্থিত শপিং মলগুলোতে একগুচ্ছ দাবী নিয়ে অভিযান করেন বাঙালী ছাত্র যুব সমাজের কর্মীবৃন্দ৷ দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তারা এই অভিযান চালায়৷ আগরতণ্ডলা শহরে অবস্থিত বিগবাজার, টেণ্ডস্, বাজার ইণ্ডিয়া, মেট্রো বাজার প্রভৃতি শপিং মলে গিয়ে সাত দফা দাবী সম্বলিত একটি সনদ শপিং মল কর্তৃপক্ষের হাতে তুলে দেয়৷ সেই সঙ্গে এই দাবীগুলো পূরণ করার আবেদনও জানায়৷ উল্লেখযোগ্য দাবীগুলি হ’ল---মলের নামফলক প্রচার সহ সমস্ত রকম কাজকর্ম বাংলা ভাষায় করতে হবে৷ বিনোদনমূলক সঙ্গীত ও সংস্কৃতি চর্চাও স্থানীয় ভাষার মাধ্যমে করতে হবে৷ প্রতিষ্ঠানগুলোতে ১০০ ভাগ স্থানীয় বেকার ছেলেদের নিয়োগ করত

ধলাই জেলায় আমরা বাঙালীর বিক্ষোভ সভা

আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষে শ্রী কল্যাণ পাল এক বিবৃতিতে জানান গত ২৪ ও ২৫শে অক্টোবর ধলাই জেলার হালাহালি ও শান্তির বাজারে আমরা বাঙালী বাঙালীকে রাষ্ট্রহীন করার প্রতিবাদে বিক্ষোভ সভা করে৷

২৪শে অক্টোবর অপরাহ্ণে হালাহালি বাজারে প্রতিবাদ বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়৷ এই সভায় সভাপতিত্ব করেন আমরা বাঙালীর প্রবীণ কর্মী শ্রী প্রেমতোষ দেব৷ এখানে বক্তব্য রাখেন আমরা বাঙালী ধলাই জেলা সচিব শ্রী তন্ময় নাথ ও বাঙালী ছাত্র যুব সমাজের প্রচার সচিব শ্রী রঞ্জিত বিশ্বাস৷

কৃষ্ণনগরে প্রয়াত বিশিষ্ট আনন্দমার্গী

নদীয়া জেলার কৃষ্ণনগর, নেদিয়ারপাড়ার বিশিষ্ট আনন্দমার্গী শ্রীনীহারনাথ চ্যাটার্জী দীর্ঘদিন রোগভোগের পর গত ১০ই অক্টোবর বৃহস্পতিবার রাণাঘাট নার্সিংহোমে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে পরলোকগমন করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর৷ তিনি স্ত্রী, কন্যা, জামাতা, নাতি রেখে গেলেন৷ বহু শুভানুধ্যায়ী আত্মীয়স্বজন তাঁর মৃত্যুতে শোকবিহ্বল হয়ে পড়েন৷ ১১ই অক্টোবর ২০১৯ তারিখে নবদ্বীপ শ্মশানে আনন্দমার্গের বিধি অনুসারে কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য সত্যসাধনানন্দ অবধূতের পৌরোহিত্যে মিলিত সাধনার পরে তাঁর দাহকার্য সম্পন্ন হয়৷

পরলোকে আদর্শনিষ্ঠ আনন্দমার্গী নরহরি মণ্ডল

সংঘের একনিষ্ঠ সাধক, দীর্ঘদিনের নিষ্ঠাবান কর্মী শ্রীনরহরি মণ্ডল গত ২৬শে অক্টোবর কলকাতার আনন্দমার্গ কেন্দ্রীয় আশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ ২৬শে অক্টোবর দিনটি ছিল শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে ছয় দিন ব্যাপী অখণ্ড কীর্ত্তনের অন্তিম দিন৷

আনন্দমার্গের চর্যাচর্য বিধিমতে শ্রাদ্ধানুষ্ঠান

পশ্চিম মেদিনীপুরের ভুক্তিপ্রধান শ্রীভবানীশঙ্কর ঘোষ প্রয়াত হন গত ৩০শে সেপ্ঢেম্বর৷ তিনি একজন আদর্শ আনন্দমার্গী ও সংঘের একনিষ্ঠ কর্মী ছিলেন৷ দীর্ঘদিন তিনি পশ্চিম মেদিনীপুরের ভুক্তিপ্রধান হয়ে যোগ্যতার সঙ্গে কাজ করে গেছেন৷ তাঁর একমাত্র পুত্র শুভেন্দু ঘোষও মার্গের একজন আদর্শ অনুগামী ও ‘আমরা বাঙালী’ সংঘটনের কেন্দ্রীয় কমিটির সদস্য৷

ভবানীশঙ্কর ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান তাঁরই নিজ বাসভবন পশ্চিম মেদিনীপুরের বড়চাটি গ্রামে আনন্দমার্গীয় চর্যাচর্য বিধি অনুযায়ী অনুষ্ঠিত হয় গত ১০ই অক্টোবর৷