January 2020

নিউজিল্যাণ্ড সফরে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে টীম ইণ্ডিয়া

সম্প্রতি ওয়েষ্ট ইণ্ডিজের বিরুদ্ধে ভারত টি-২০ ও ৫০ ওভারের একদিনের সিরিজ জয় করেছে৷ টেষ্টেও ওয়েষ্ট ইণ্ডিজ বিশেষ সুবিধা করতে পারেনি৷ দেশের মাটিতে ভারতের পারফরম্যান্স বরাবরই ভাল হয়৷ ভারতীয় ক্রিকেটের অতীত ইতিহাস ঘাঁটলে দেখা যাবে দেশের মাটিতে ভারতীয় দলকে হারানো খুব সহজ নয়৷ যদিও খাতায় কলমে ওয়েষ্ট ইণ্ডিজ ভারতীয় দলের থেকে দুর্বল হলেও একটি ২০ ওভাবের ম্যাচ ও একটি ৫০ ওভারের ম্যাচ জিতে নেয় ক্যারিবিয়ান দলটি৷ এই দলটিতে অনেক কম বয়সী খেলোয়াড় রয়েছে৷ বিদেশের মাটিতে ভারতের বিপক্ষে যে পারফরম্যান্স দেখিয়েছে তা নিয়ে ভবিষ্যতে এই দলটি অনেক দলকেই বেগ দেবে বলে অভিজ্ঞ ক্রিকেট মহলের ধারণা৷ আগামী ফেব্রুয়ারীতে ভারতীয় ক্রি

বিশ্বের অবস্থা আশঙ্কাজনক

সম্প্রতি ‘নেচার’ জার্নালে প্রকাশিত হয় একদল গবেষকের একটি বিবরণী৷  সেই বিবরণীতে প্রকাশ এই বিশ্বের অবস্থা খুবই আশঙ্কাজনক৷ জলবায়ু সমস্যা অত্যন্ত দ্রুতগতিতে বাড়ছে৷ অতি দ্রুত কোন ব্যবস্থা গ্রহণ না করলে --- যেভাবে দ্রুতগতিতে জলবায়ু সমস্যা বাড়ছে তাতে সহ্যের শেষ সীমা পৌঁছতে খুব বেশী সময় লাগবে না৷ গবেষক দলের অনুমান পৃথিবী একবার শেষ সীমায় পেরিয়ে গেলে আর ফেরার পথ থাকবে না৷ দুই মেরুতে ঢেকে থাকা বরফ দ্রুত গতিতে গলতে থাকবে৷ পৃথিবীর কিছু কিছু অংশ এমনই উষ্ণ হয়ে উঠবে যে সেখানে কোন প্রাণের সম্ভাবনাই থাকবে না৷

ধবংস হয়ে যেতে পারে বৃষ্টি-অরণ্য আমাজন

দক্ষিণ আমেরিকার বৃষ্টি অরণ্য আমাজন৷ এখানে প্রায় ১৬ হাজার প্রজাতির গাছ আছে৷ এর আয়তন ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার৷ সারা বিশ্বে উৎপাদিত অক্সিজেনের ২০ শতাংশ যোগায় আমাজন৷

সম্প্রতি একটি সমীক্ষায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে যেভাবে আমাজন ধবংস হচ্ছে তাতে একদিন গোটা অরণ্যটাই উধাও হয়ে যেতে পারে৷ ওই সমীক্ষায় জানা গেছে গত নভেম্বর মাসেই ৫৬৩ বর্গ কিলোমিটার অরণ্য ধবংস হয়েছে৷ ২০১৯-এর জানুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত মোট ৮,৯৩৪ বর্গ কি.মি. অরণ্য ধবংস হয়েছে৷ যা একটা ছোটখাটো রাষ্ট্রের আয়তনের সমান৷

আশার আলো

আর্থিক দূরবস্থা কিছুটা হলেও দূর হয়ে যাবে ২০২০-র নতুন বছরে৷ এমনটাই আশার কথা জানাল বণিক সভা সি.আই.আই৷ বণিক সভার মতে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের কিছু পদক্ষেপ ও শুল্ক-যুদ্ধে সরকারের অনমনীয় মনোভাব থেকে সরে আসায় অর্থনীতিতে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে নতুন বছরে৷

ঝাড়খণ্ডে অবিজেপি সরকার

‘একে একে নিভিছে দেউটি’৷ ২০১৮ সালে দেশের ৭০ শতাংশ রাজ্যে ছিল বিজেপির শাসন৷ ২০১৯-এর শেষে অর্ধেক কমে দাঁড়াল ৩৫ শতাংশে৷ বিজেপির জমি হারানোর তালিকায় বর্ষশেষের শেষ সংযোজন ঝাড়খণ্ড৷ সদ্য সমাপ্ত নির্বাচনে কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তিমোর্চা জোট বিজেপির কাছ থেকে রাজ্যটি  ছিনিয়ে নেয়৷ ৮১ বিধানসভা বিশিষ্ট ঝাড়খণ্ড রাজ্যে কংগ্রেস জোট ৪৭টি আসন লাভ করে৷ বিজেপি পায় মাত্র ২৫টি আসন৷ রবিবার ২৯শে ডিসেম্বর রাঁচীতে ঝাড়খণ্ড মুক্তিমোর্চার নেতা হেমন্ত সোরেন শপথ নিলেন নতুন মুখ্যমন্ত্রী রূপে৷ এই শপথ অনুষ্ঠানে দেশের সমস্ত বিজেপি বিরোধী নেতারা উপস্থিত ছিলেন৷

২০২০ আন্তর্জাতিক নববর্ষ উপলক্ষ্যে আনন্দনগরে ধর্মমহাসম্মেলন শুরু হ’ল

১লা জানুয়ারী, আনন্দনগর পুরুলিয়া ঃ ১লা জানুয়ারী ২০২০ সালে বর্ষ শুরুর দিন শুরু হ’ল আন্তর্জাতিক নববর্ষ উপলক্ষ্যে ধর্মমহাসম্মেলন৷ এই উপলক্ষ্যে সেজে উঠেছে আনন্দনগরের বিভিন্ন বিভাগের কার্যালয় ও আবাসনগুলি৷ পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের প্রতিটি রাজ্য থেকে ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ভক্ত আনন্দমার্গী সমবেত হয়েছেন আনন্দনগরে৷ এই উপলক্ষ্যে বিভিন্ন বিভাগের কর্মতৎপরতা এখন তুঙ্গে৷

সামাজিক বিভাজনের আইনের বিরুদ্ধে আগরতলায় ‘আমরা বাঙালী’র মহামিছিল

আগরতলা, ত্রিপুরা ২১শে ডিসেম্বর : বাঙালী বিদ্বেষী ও সামাজিক বিভাজনের কালাকানুন নাগরিক সংশোধনের আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ২১শে ডিসেম্বর আগরতলায় ‘আমরা বাঙালী’-র ডাকে এক বিশাল মিছিল বের হয়৷

ধর্মের নামে সাম্প্রদায়িক  বিদ্বেষ ছড়ানো ধর্মের অবমাননা

সত্যসন্ধ দেব

কেন্দ্রের বিজেপি সরকার ধর্মের নামে দেশে সাম্প্রদায়িক বিভাজনের বিষ ছড়াচ্ছে৷ সাম্প্রদায়িক বিভাজন ভিত্তিক এনসিআর ও সিএএ আজ সারা দেশে অশান্তির আগুন জ্বালিয়েছে৷ সমাজের ঐক্য ভেঙ্গে চুরমার করে দিচ্ছে৷ অথচ একতা ও সুবুদ্ধি ছাড়া কোন দেশের, কোন অঞ্চলের উন্নয়ন বা কোনরকম কল্যাণ করা সম্ভব নয়৷

আজ সারা দেশে ভয়ঙ্কর অর্থনৈতিক সমস্যা৷ সদ্য প্রকাশিত আন্তর্জাতিক স্তরের সমীক্ষায় দেখা গেছে ক্ষুধা সূচকের তালিকায় ভারতের স্থান ১১৭টি দেশের মধ্যে ১০২-এ৷ বাঙলাদেশ, নেপাল, পাকিস্তান, ভিয়েতনাম, ইরাক ও কম্বোডিয়ার স্থান ভারতের ওপরে৷ কী লজ্জার ও দুঃখের ব্যাপার!

পুঁজিবাদী আগ্রাসন থেকে বাঁচার পথ প্রাউট

দেশ এগিয়ে চলেছে অন্ধকারের দিকে৷ সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক, শিল্প, শিক্ষা, সংসৃকতি জীবনের সর্বক্ষেত্রেই চরম অবক্ষয়, অরাজগতা, পুঁজিবাদ নিয়ন্ত্রিত কেন্দ্রীত অর্থনীতি  ও দুর্নীতিপরায়ন রাজনীতি এই দূরাবস্থার জন্যে দায়ী৷

সাধনার মন্থন

দুধের মধ্যে যে রকম ঘি ব্যাপ্ত হয়ে থাকে আর মন্থন করলে সেটা ওপরে উঠে আসে, ঠিক সেই রকম তোমার মধ্যে পরমপুরুষ ব্যপ্ত আছেন  সাধনারূপী মন্থনের দ্বারা তুমি তাঁকে পেয়ে যাবে৷ মন্থন করলে যে মাখন বেরিয়ে আসে, সেটাই পরমপুরুষ৷ তিনি তোমার ভিতরে আছেন  ঘরের মধ্যে কোনো দেবতাকে তুমি বাহ্যিক পূজা করে, বহিরাঙ্গিক সাধনার দ্বারা তাঁকে পাবে না৷ বরং সেটার দ্বারা তুমি তাঁর থেকে আরো দূরে সরে যাবে৷