April 2024

১৮ বছর বয়সি মেয়ের গলব্লাডারে মিলল ৪ হাজার পাথর!

বি পি পোদ্দার হাসপাতালে হল সফল অস্ত্রোপচার৷ এতগুলি পাথর দেখে ওটিতেই তাজ্জব হয়ে যান চিকিৎসকরা৷ ফেব্রুয়ারি মাসে একদিন পড়তে বসে পেটে চিনচিনে ব্যথা টের পেয়েছিল সুপ্রভা৷ তবে সামনে যার উচ্চ মাধ্যমিক, সে কি আর ব্যথা নিয়ে মাথা ঘামানোর সুযোগ পায়! ব্যথা ভুলে বইয়ের পাতায় মন দিয়েছিল সে৷ জানায়নি মা-বাবাকেও৷ তাহলেই যে ব্যস্ত হয়ে পড়বেন তাঁরা৷ ডাক্তার, ওষুধ, ছুটোছুটিপাছে পড়ার সময় কম পড়ে!

কিডনি সমস্যা সহজে জানার জন্য তৈরী হ’ল অ্যাপ

এখন শরীরে গোপনে কিডনির কোনও সমস্যা তৈরি হচ্ছে কি না, কিংবা তৈরি হয়ে থাকলেও কী পদক্ষেপ করা উচিত, তা জানার পথ সহজ করতে চালু হল অ্যাপ৷ সাধারণ মানুষের সুবিধার্থে যা তৈরি করেছেন দুই নেফ্রোলজিস্ট৷ শনিবার শহরের একটি হোটেলে ‘নো ইয়োর কিডনি’ অ্যাপটির সূচনা হল৷ ওই দুই চিকিৎসক, এ শহরের স্মার্ত পুলাই এবং পটনার জামশেদ আনোয়ার জানান, যে কেউ খুব সহজেই নিজের মোবাইলে ওই অ্যাপ ডাউনলোড করতে পারবেন পুরোপুরি বিনামূল্যে৷ সেখানে শারীরিক সমস্যা বা জীবনযাত্রার বিষয়গুলি নথিভুক্ত করলেই কিছু পরীক্ষার কথা জানা যাবে৷ এর পরে সেই পরীক্ষার রিপোর্ট আবার অ্যাপে নথিভুক্ত করলে কোন বিষয়ের চিকিৎসককে দেখাতে হবে, তার পরামর্শ মিলবে৷

নিউব্যারাকপুরে অখণ্ড কীর্ত্তন

গতকাল নিউ ব্যারাকপুর, সুকান্ত নগরে শ্রী বিপ্রদীপ সরকারের বাড়ীতে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অখণ্ড বাবা নাম কেবলম কীর্ত্তন অনুষ্ঠিত হল৷ কীর্ত্তন পরিচালনা করেছেন শ্রীমোহন অধিকারী, অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা, শ্রীহরলাল হাজারী ও শ্রীশুভদীপ হাজারী৷ কীর্ত্তন, সাধনা ও স্বাধ্যায়ের পরে বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা, শ্রী সন্তোষ কুমার বিশ্বাস ও আচার্য অভিব্রতানন্দ অবধূত৷ সকল বক্তাগণই কীর্ত্তনের গুরুত্বের ও প্রয়োজনীয়তার কথা বলেন৷ মানুষের জীবনে ভক্তি অতি মূল্যবান সম্পদ৷ ভক্তিতে প্রতিষ্ঠিত হ’তে পারলে মানুষের আর চাওয়া-পাওয়ার কিছু থাকেনা৷ আর এই সংসারে এত বিভেদ, হানাহানির---জন্ম হয়না৷

পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির চরম বিপদের সঙ্কেত দিল রাষ্ট্রপুঞ্জের আবহাওয়া রিপোর্ট

 এই রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সাল উষ্ণায়নের পুরনো সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে৷ স্বাভাবিক ভাবেই যার প্রভাব পড়েছে সমুদ্রের জলের তাপমাত্রা বৃদ্ধি ও হিমবাহের ব্যাপক পরিবর্তনের মধ্যে দিয়ে৷ তবে তাপমাত্রা বেড়ে যাওয়ার এমন পরিবর্তন হঠাৎ করে ঘটেনি৷ বরং গত এক দশক ধরেই পৃথিবীর আবহাওয়া যে এদিকে মোড় নিচ্ছে, রিপোর্ট সে কথাও স্পষ্ট হয়ে গিয়েছে৷ রাষ্ট্রপুঞ্জের আবহাওয়া সংক্রান্ত বার্ষিক রিপোর্টে সবচেয়ে উষ্ণ দশক হিসেবে চিহ্ণিত করা হয়েছে ২০১৪ থেকে ২০২৩-এর সময়সীমাকে৷ বিশ্ব আবহাওয়া সংস্থা যে রিপোর্ট দিয়েছে, তাতে ভূপৃষ্ঠের তাপমাত্রা গত বছরে গড়ে প্রায় ১.৪৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়া খুবই উদ্বেগের একটি বিষয়৷ কারণ, ২০১৫

মউমাছি ও মধু, অশ্বগন্ধা, বাসক ও আদা

ভারতে সাধারণতঃ তিন ধরনের মউমাছি দেখা যায়– রক্–ৰী, ৰুশ–ৰী ও এপিস ইণ্ডিকা৷ রক–ৰী ৰড় জাতের মউমাছি, মধু প্রস্তুত করে প্রচুর পরিমাণে৷ চাক ৰড় ৰড়, সাধারণতঃ বটগাছে বা ৰড় ৰড় গাছের ডালে চাক ৰাঁধে৷ অনেক সময় চাক এত ৰড় হয় যে চাক ফেটে টস্ টস্ করে মধু মাটির ওপরে পড়তে থাকে৷ রক–ৰীর দ্বারা তৈরী মধু একটু ঝাঁঝাল হয়৷ এই মধু উগ্রবীর্য নামে খ্যাত৷ মানুষের প্রাণশক্তি যেখানে কমে এসেছে –মৃত্যুর হিমশীতলতা যেখানে তার অবসন্ন দেহে নেবে এসেছে, অনেক সময় সেই অবস্থায় এই উগ্রবীর্য মধু নোতুন করে প্রাণসঞ্চার করে দেয়৷ প্রাণশক্তি কমে যাওয়া মানুষের শরীরের অভ্যন্তরে যদি কোন রক্তক্ষয়ী রোগ না থাকে, তবে তিনটে কৃষ্ণতুলসীর পাতার সঙ্গে

আলোর পথে

কৌশিক খাটুয়া

তিমির রাতে একাকী পথে

তোমারই আলোক ধারা,

লক্ষ্যের পানে দেখাইলে পথ

হয়েছি শঙ্কা হারা৷

শঙ্কিত মন অন্ধ নয়ন

জড়তার আহ্বানে,

বস্তু জগতে জড়ায়ে ছিলেম

পার্থিব বন্ধনে৷

মানব জীবন দুর্লভ,

কিন্তু উদ্দেশ্যহীন নয়,

সকল বাধা ছিন্ন করিয়া

আশায় জাগে হৃদয়৷

অন্তরে জাগ্রত পরমপিতা

 

সাহস করি সঞ্চয়,

কালের গতিতে মনের সুমতিতে

শুভ বুদ্ধির উদয়৷

উৎস স্থল গন্তব্যস্থল যবে

মিলিত একই বিন্দুতে,

জলকণাগুলি কেন বয়ে যায়

চিরকাল মহাসিন্ধুতে?

আজ বসন্ত

প্রণবকান্তি দাশগুপ্ত

দখিন হাওয়ায় তালি বাজে

ডালে ডালে,

আকাশ সাজে পলাশফুলের

লালে লালে!

গুনগুনিয়ে গান শুনিয়ে

মৌমাছিরা

ফুলের বনে দলে দলে

দেয় হাজিরা৷

ডানার শিশির রৌদ্রে মোছে

শঙ্খ চিল

নেই কুয়াশা বিষণ্ণ্তার---

আকাশ নীল!

প্রজাপতি ফুল ফোটানোর

খেলায় মাতে

 

নানা রঙের রঙিন পাখার

আলপনাতে!

কুহুতানে মাতোয়ারা

দিগদিগন্ত---

কী আনন্দ কী আনন্দ

আজ বসন্ত!

ফ (১) ‘স্ফায়’ একটি বৈদিক ধাতু৷ মানে হ’ল ‘ফুলে যাওয়া’, যা থেকে আমরা ‘স্ফীতি’, ‘স্ফীত’ প্রভৃতি শব্দ পাচ্ছি৷ ‘স্ফায়’+ ‘ড’ প্রত্যয় করে পাচ্ছি ‘ফ’ শব্দটি৷ এ ক্ষেত্রে ভাবারাঢ়ার্থে ‘ফ’ ৰলতে বোঝায় ‘যা ফুলে গেছে’ কিন্তু যোগারাঢ়ার্থে ‘যা ফুলেছে বা ফুলে চলেছে’ যেমন স্ফীতোদর না ৰলে ৰলতে পারি ‘ফোদর’ (ফ+উদর)৷ যোগারাঢ়ার্থে ৰোবায় যা সংখ্যায় বেড়ে চলেছে’৷ এক অনেকে পর্যবসিত হচ্ছে৷ একটি জীবপঙ্কগত কোষ cell) একাধিক জীবপঙ্কে পর্যবসিত হয়ে চলেছে৷ তাই ‘ফ’ ৰলতে জীবপঙ্কীয় কোষকে protoplasmic cell) ৰোঝায়৷ (২) যিনি এক ছিলেন কিন্তু নিজ সংকল্পে অনেক হয়েছেন ‘ফ’ ৰলতে সেই ‘পরমব্রহ্ম-কেও ৰোঝায়৷ (৩) যা আকারে ছোট ছিল, কোন কারণে

ধরা আর সরা

দেশজ শব্দে ‘ট’ যথাযথভাবেই বজায় থাকে৷ আর ‘ড’ বা ‘ড়’ মৌলিক শব্দ হিসেবেই থেকে যায়৷ যেমন, আজ ভুলোর সঙ্গে ভোঁদার আড়ি হয়ে গেল৷ ওরা বলছে, ওরা আর একসঙ্গে মার্ৰেল খেলবে না, একটা পেয়ারাও আর কামড়াকামড়ি করে খাবে না৷ গোপনে কান পেতে শোনাকেও আড়িপাতা বলে৷ এটিও বাংলা দেশজ শব্দ৷ সেই যে একজন মহিলা আহ্লাদে আটখানা হয়ে তার এক ৰন্ধুকে বলেছিল–তোমার সঙ্গে দেখা হওয়ায় আমার যে কী আনন্দ হচ্ছে তা ভাষায় বলতে পারছি না৷ ৰন্ধু বলেছিল, তোমার যে কী আনন্দ হচ্ছে তার একটু আভাস আমায় দাও৷ মহিলাটি বলেছিল, আহ্লাদের আতিশয্যে আমার এখন ধরাকে সরা মনে হচ্ছে৷ সেই সময়  হয়েছে কী, একজন চাষীর গোরু হারিয়ে গেছে৷ সে গোরু খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে অনড় পাকিস্তান ক্রিকেট বোর্ড

যে কোনও মূল্যে প্রতিযোগিতা সে দেশে করাতে চাইছে তারা৷ অন্য দিকে ভারত এখনও সে দেশে খেলতে যেতে চাইছে না৷ এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে হবে আইসিসিকে৷ ক্রিকেটের সর্র্বেচ্চ  নিয়ামক সংস্থার বৈঠকের পরে অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, সে দেশেই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে৷ কয়েক দিন আগেই আইসিসির বৈঠকে যোগ দিয়েছিলেন মহসিন৷ সেখান থেকে ফিরে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তিনি লেখেন, ‘‘আমি দুবাইয়ে আইসিসির বৈঠকে গিয়েছিলাম৷ ওপরওয়ালা চাইলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই হবে৷’’ ২০০৮ সাল থেকে দীর্ঘ দিন পাকিস্তানে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হয়নি৷ তারা নিজেদের খেলা দুবাইয়ে খেলত৷