বিশ্বাস

লেখক
জ্যোতিবিকাশ সিনহা

রুক্ষ বাতাস, বিক্ষিপ্ত মন

ঝোরো হাওয়ায় ওরে বালি

জ্বলজ্বলে সূর্যটা হারিয়েছে বহুক্ষণ

ঘন সবুজের অন্তরালে৷

মন্দিরের একটানা ঘন্টা কে যেন বাজায়

নদীর জলেও বেসুরো কল্ কল্ ৷

ক্ষয়িষ্ণু জীবনের শ্রান্ত পথিক ---

ভঙ্গুর ন্যুব্জ শরীর

তবু বিশ্বাসের শুকনো লাথিটা

হাতে সম্বল

ভেঙ্গে চলেছে একটার পর একটা সিঁড়ি৷

চেয়ে দেখছে কতটা বাকী

হয়তো যতটা এসেছে

যেতে হবে আরও অনেক বেশী৷