রাঙা উদয় অস্ত

লেখক
কবি রামদাস বিশ্বাস

সূর্য চলে অস্তাচলে  রাঙিয়ে দিয়ে ধরাখান

পাখীরা যায় কুলায় ফিরে কন্ঠে মহানন্দ গান৷

গাছের পাতায় ঘুম নেমেছে শিশিরভরা কুয়াশায়৷

রাঙিয়ে ভূবন দিবাকর ঘুমের দেশে চলে যায়৷

মানুষ কেঁদে আসে ধরায় চলুক জগৎ রাঙিয়ে

সূর্যমামার মত মানুষ দিক না জগত জাগিয়ে৷

স্বপ্ণ রাঙা প্রভাত যেমন তেমনি বিদায় কীর্তিরাঙা

সূর্যকে অনুসরণে তেমনি হবে জীবন চাঙ্গা৷

সাচ্চা জীবন গানে ভরা দৃপ্ত দুপুরবেলাতে

 সেই তেজে সফল হবে সাঁঝের বিদায়বেলাতে ৷

বিশ্বমাঝে মানুষ মহান সত্যে হলে প্রতিষ্ঠিত

সত্যবাদী হলে ত্রিজগতে হবে অধিষ্ঠিত৷