আচার্য অতুলানন্দ অবধূত স্মরণে নিবেদন

লেখক
আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত

বীর বিপ্লবী অতুলানন্দ দা

করিলে জীবন দান,

আত্মাহুতির মাধ্যমে জানালে সম্মান,

গুরুদেবের প্রতি অন্যায় অবিচারের

সহিলেনা অপমান৷

মিথ্যা তদন্তের অজুহাতে

অধার্মিক সি. বি. আই দল

ঢুকিল আনন্দমূর্তিজীর কারাগারে,

অলক্ষ্যে তাঁর আংটি চুরি করিল,

হেনস্থা করিল অনশন রত গুরুদেবকে

অযথা বারে বারে৷

ন্যায্য বিচারের দাবীতে তুমি জানালে অভিযোগ,

কারাগার কর্তৃপক্ষের কাছে,

দিলে হুংকার তাঁর প্রতি

বিষপ্রয়োগ ও হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে৷

১৯৭৪এর ১১ই ডিসেম্বরে

পাটনায় কারাগারের মধ্যেই

আত্মাহুতির মাধ্যমে নিবেদিলে তব প্রাণ৷

গুরুদেবের প্রতি ভক্তি ও ধর্ম রক্ষার্থে দধীচী তুমি,

ইতিহাসে অনন্য উদাহরণ৷

আজও আমরা ভূলিনিকো তোমায়,

স্মরণ করি তোমার বীরত্ব,

সদা হাসিমুখ বলিষ্ঠ প্রাণ,

বীরভূমবাসী তুমি নমস্য!

তোমারে জানাই প্রণাম৷