অজানা পথিক 

লেখক
আচার্য গুরুদত্তানন্দ অবধূত

কে শোণালো সুর ও বাণী

আপনাতে টানি আনি,

সুরের ধারা বেয়ে বেড়াই

চলি তাঁহার পানে৷

কে জাগালো হৃদয় খানি

বিস্তারি মনোপ্রাণ

চলি তাঁকেই লক্ষ্য ধরি

করি অভিধ্যান৷

কে যোগাল  আশার ভাষা

প্রীতি ডোরে বেঁধে আনি

মনো বীনায় সে ধবনি বাজে

একি তাঁর আগমনী?

কে মাতালো সকল প্রাণে

মলয় পবনে

চাহি সদাই আকাশ পানে

মধুর  রণনে....

হাসে জীবন মাতে ভুবন

তানে তানে মহাতানে.....

পাগল করা চিত্ত হরা

উচ্ছল  মহাবানে!