জাগরণ আসে বিভাবরী শেষে
আলোকের শুভ সূচনা,
নববর্ষের নবারুণ হাসে
সবই পরমপিতার রচনা৷
উন্নয়নে জাগে জনপদ
নববর্ষের কঠোর শপথ------
নব্যমানবতাবাদের প্রতিষ্ঠা,
নির্মূল হোক কায়েমী স্বার্থের
বিধবংসী অপচেষ্টা৷
জীবের সেবায় হয়ে নিয়োজিত,
সবারে চাই করিতে প্রীত৷
সেই লক্ষ্যে অবিচল থেকে
কঠোর সাধনে ব্রতী,
নবযৌবন সুচি করে মন
জনস্বার্থে অগগতি৷
এই ধরনীর জল ও বাতাসে
ফলে ভরা মধু ফুলের সুবাসে,
সকলের রবে সম অধিকার
সংবৎসর করিব প্রচার৷
বুভুক্ষের হোক উদর পূর্তি,
অজ্ঞের হোক জ্ঞানের স্ফূর্তি,
কুসংস্কার ভুলে কুসংস্কারাচ্ছন্ন
নবারুণালোকে হোক পরিচ্ছন্ন৷
জ্ঞান-বিজ্ঞান হোক সার্বজনীন,
উন্মুক্ত সবার তরে,
প্রাকৃতিক সম্পদ নয় ব্যাষ্টি অধীন,
ন্যায় বন্টন ঘরে ঘরে৷
ধবংস হোক সমাজ শত্রু----পুঁজিবাদ,
কেটে যাক দূর্ভাগ্যের কালো রাত৷
ষড়যন্ত্রের হোক চিরস্থায়ী লয়,
ন্যায়, ধর্মের চিরন্তন জয়,
প্রেরণা যোগায় আলোর উত্তরণে,
উদ্ধত শির আকাশ ছুঁয়েছে,
প্রস্তুত মোরা রণে৷
শুভ কাজে আছে নৈতিক বল,
এক ছত্রতলে নির্ভীক সেনা দল৷
প্রভু নির্দেশ রূপায়ণে ব্রতী,
চারিদিকে তার বহিছে হাওয়া
মঙ্গলময় গতি৷
হোক তাঁর আদর্শের জয়---
শিরোপরে চিরস্থায়ী
পরমপিতার বরাভয়৷
আর নয় কালক্ষয়,
ঘুচাইয়া সংশয়,
শুরু হোল অবিরাম সংগাম,
ধবংসাত্মক শক্তির ভবিষ্যতের চরম পরিণাম৷
পারস্পরিক ভ্রাতৃপ্রীতি
থাকুক অক্ষয়৷
নিত্য প্রভাতে উদ্বুদ্ধ করুক
নব্যমানবতার নব অরুণোদয়৷
- Log in to post comments