আন্তর্জাতিক আদালতে ভারতের জয় হ’ল৷ ১৭ই জুলাই কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনায় ভারতের আর্জি মেনে আন্তর্জাতিক ন্যায় আদালত ভারতের পক্ষে রায় দিয়ে শ্রী যাদবের মৃত্যুদণ্ড স্থগিত রাখার নির্দেশ দিল৷ আন্তর্জাতিক আদালত পাকিস্তানে ‘গুপ্তচর বৃত্তি ও সন্ত্রাস সৃষ্টি’র অভিযোগে কারাবন্দী ভারতের প্রাক্তন নৌসেনা কুলভূষণ যাদবের মৃত্যুদন্ড পুনর্বিবেচনার আদেশ দিয়েছে পাকিস্তান সরকারকে৷
এখানে উল্লেখ্য, গত ২০১৬ সালের মার্চ মাসে কূলভূষণকে পাকিস্তানী সেনা গ্রেফতার করে৷ পাকিস্তানী সেনার অভিযোগ, কূলভূষণ পাকিস্তানে অনুপ্রবেশ করে গুপ্তচরবৃত্তি করছিল৷ বছরখানেক পর পাক সামরিক আদালত কুলভূষণের মৃত্যুদণ্ড দেয়৷ ভারতের পক্ষে এর বিরোধিতা করে আন্তর্জাতিক আদালতে যায়৷ ভারতের বক্তব্য, নৌবাহিনী থেকে অবসর নেওয়ার পর কূলভূষণ ব্যবসা শুরু করে ও ব্যবসার কাজে সে ইরাণ যায়৷ সেখান থেকে পাকিস্তানী গোয়েন্দারা তাকে অপহরণ করে নিয়ে গিয়ে গ্রেফতার করে৷ ভারতের অভিযোগ, ভিয়েনা কনভেনসন লঙ্ঘন করে পাকিস্তান কুলভূষণের সঙ্গে ভারতের হাইকমিশনের সদস্যদের দেখাও করতে দেয়নি৷