অরণ্য সপ্তাহে (পিক্যাপ) এর পক্ষথেকে রং ভরো ও বৃক্ষরোপণ কর্মসূচি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের অন্তর্গত জামবেদিয়া প্রাথমিক ও জুনিয়র হাই স্কুল সংলগ্ণ দুর্গামণ্ডপে প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু এ্যানিম্যালস এণ্ড প্ল্যান্টস পশ্চিম মেদিনীপুর জেলা শাখা ও এলাকার বিশিষ্ট অঙ্কন শিল্পী শ্রী প্রভাস রানার যৌথ উদ্যোগে অরণ্য সপ্তাহ উদযাপন করা হয় ১৬ ই জুলাই, মঙ্গলবার৷ উক্ত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রা সহ স্থানীয় ৬০ জন শিক্ষার্থী ছবিতে রঙ ভরো কর্মসূচিতে অংশ নেয়৷ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে তৃষা খাওয়াস ও তবলায় সঙ্গত করে মৌটুসি শিট৷ জামবেদিয়া জুনিয়র হাই স্কুলের শিক্ষক শ্রী পরিমল মানা উদ্বোধনী ভাষণে পিক্যাপ এর এই অনুষ্ঠান আয়োজন করার উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি যে গাছের চারা প্রদান করা হবে সেগুলিকেও যত্ন সহকারে লাগানো ও বড়ো করে তুলতে পরিবারের সকলকে সচেষ্ট হতে আহ্বান জানান৷ এরপরে পিক্যাপ সংস্থার পক্ষে শ্রী রঞ্জিত কুমার ঘোষ মহাশয় নব্য মানবতাবাদ তত্ত্ব ও গাছের অবদান বিষয়ে শিক্ষার্থীদের উপযোগী বক্তব্য রাখেন৷ জগদীশ চন্দ্র মণ্ডলের লেখা কবিতা ’ গাছ’ পাঠ করেন পিক্যাপ সংস্থার সম্পাদক শ্রী বিশ্বদেব মুখোপাধ্যায়৷রঙ ভরো কার‌্যক্রম শেষে শিক্ষার্থীদের হাতে শংসাপত্র, পেন্সিল ও একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়৷ পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে আম, মেহগনি,পিয়াশাল, পলাশ ও কাঁঠাল গাছের চারা লাগানো হয়৷ জামবেদিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌম্যদীপ রায়, সুমন সামন্ত , বিদ্যালয়ের সভাপতি তথা পঞ্চায়েত সদস্য চিরঞ্জিত ধল সহ জুনিয়র হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা গণ উপস্থিত ছিলেন৷ পিক্যাপ সংস্থার পক্ষে শ্রী রঞ্জিত কুমার ঘোষ , শ্রী শুভাশীষ সাহু, বিশ্বদেব মুখোপাধ্যায়,মমতা পাল ও শিল্পা হুই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন৷