February 2021

পুরুলিয়ায় স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন

‘আমরা বাঙালী’ পুরুলিয়া জেলা কমিটির উদ্যোগে গত ১২ই জানুয়ারী স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন করা হয় বিভিন্ন ব্লকে৷ জয়পুর ব্লকে পুন্দাগে সকালে আমরা বাঙালীর কর্মী সমর্থকরা সুসজ্জিত শোভাযাত্রা সহকারে পুন্দাগ স্টেশনে সমবেত হন ও সেখানে বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷ বিবেকানন্দের জীবন ও আদর্শ বিষয় বক্তব্য রাখেন তপন ব্যানার্জী বিভূতি দত্ত প্রমুখ৷ বাগমুণ্ডি ব্লকের কালীমাটিতে হুড়া ব্লকের বিশপুরিয়া, পারাতে ও আরশাতে শ্রদ্ধা ও মর্যাদা সহকারে বিবেকানন্দের জন্মদিবস পালন করেন ‘আমরা বাঙালী’র কর্মী সমর্থকরা৷ কালীমাটিতে উপস্থিত ছিলেন পশুপতি মাহাত, বিদ্যুৎ কুমার৷

পুরুলিয়ায় নেতাজী সুভাষচন্দ্রের ১২৫তম জন্মদিবস পালন

গত ২৩শে জানুয়ারী নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিবস উপলক্ষ্যে ‘আমরা বাঙালী’র পুরুলিয়া জেলা কমিটির উদ্যোগে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে নেতাজী সুভাষচন্দ্রের জন্মদিবস উদ্‌যাপন হয়৷ ‘আমরা বাঙালী’র কর্মী সমর্থকরা জেলার বিভিন্ন ব্লকথেকে বিভিন্ন ট্যাবলো সহযোগে ব্লক পরিক্রমা করে পুরুলিয়া এসে পৌঁছায়৷ পুন্দাগ থেকে একটি ট্যাবলোসহ চিতমু কোটশিলা হয়ে পুরুলিয়া আসে, অনুরূপভাবে ঝালদা  থেকে একটি সুসজ্জিত ট্যাবলো পুরুলিয়ায় পৌঁছায়৷ পুরুলিয়া শহরের ভাটবাঁধ পাড়া আমরা বাঙালী কার্যালয় থেকে দুপুর ১২টায় শঙ্ঘধবনি দিয়ে ‘আমরা বাঙালী’ কর্মী সমর্থক, বাঙালী নারীবাহিনী ও বাঙালী বাহিনীরস্বেচ্ছাসেবক বর্ণাঢ্য শোভাযাত্রা সহ র

পুরুলিয়ায় অখণ্ড কীর্ত্তন

গত ২৭শে জানুয়ারী পুরুলিয়া জেলার বিশিষ্ট আনন্দমার্গী বিষ্ণুপদ লোহার পুত্রের জন্মদিবস উপলক্ষ্যে তার বাসগৃহে তিনঘন্টা অখণ্ড কীর্ত্তনের আয়োজন করেছিলেন৷ কীর্ত্তন ও মিলিত সাধনাশেষে উপস্থিত সকলে বিষ্ণু লোহারের পুত্রকে আশীর্বাদ করেন৷ এরপর আনন্দমূর্ত্তিজীর রচনা থেকে পাঠ করে শোনান আচার্য শান্তশোভানন্দ অবধূত, আনন্দমার্গের সমাজশাস্ত্র ও দর্শনের বিষয় বক্তব্য রাখেন আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত,আচার্য বিশ্বমিত্রানন্দ অবধূত, আচার্যা মন্দ্রিতা ব্রহ্মচারিনী৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন---ডায়োসিস সচিব আচার্য কৃতাত্মানন্দ অবধূত৷

লামডিং এর অখণ্ড কীর্ত্তন

গত ১লা ফেব্রুয়ারী লামডিং শহরের বিশিষ্ট আনন্দমার্গী বিনয় দের নিজ বাসভবনে ৬ঘন্টাব্যাপী অখণ্ড ‘বাবা নাম কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ বিনয় দের আত্মীয় স্বজন, স্থানীয় মার্গী ভাইবোন ও বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন৷ কীর্ত্তন শেষে কীর্ত্তন ও সাধনা বিষয় আলোচনা করেন---আচার্য প্রসূনানন্দ অবধূত৷

 

অসমে বাঙালীর অধিকার অর্জনে গণ আন্দোলনের আহ্বান

 আমরা বাঙালী দলের অসম রাজ্য সচিব শ্রী সাধন পুরকায়স্থ এক প্রেস বিবৃতিতে জানান---অসমে বসবাসকারী বাঙালীর মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় যাহা স্বীকৃত তাহা বাঙালীর ক্ষেত্রে পদে পদে লাঞ্ছিত হচ্ছে৷ সে ভাষা হউক,সংসৃকতি হউক,সাহিত্য হউক৷ অসমে বসবাসকারী অতি ক্ষুদ্রতম জনগোষ্ঠীর সাহিত্য সংসৃকতি মূলক সংস্থাকেও অসম গৌরব প্রকল্পে ৪৩ কোটি ২০ লাখ টাকা অনুদান বন্টন করলেন৷ যেখানে সর্বমোট ২১টি প্রতিষ্ঠানকে এই অর্থ বন্টন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হলো,সেখানে বাঙালীকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পূর্ণ উপেক্ষিত করা হয়েছে৷ বিজেপি দলের অসম সরকার যে একশ শতাংশ বাঙালী বিদ্বেষী তা

কৈলাশহরে কীর্ত্তন ও শীতবস্ত্র বিতরন

৩১শে জানুয়ারী ত্রিপুরায় উনকোটি জেলায়  কৈলাশহর জগন্নাথপুরে আনন্দমার্গ প্রচারক সংঘের কৈলাশহর শাখার উদ্যোগে তিনঘন্টা অখণ্ড কীর্ত্তন ও কম্বল শীতবস্ত্র বিতরন করা হয়৷

কৃষ্ণনগরে মার্গের প্রচারে নানাবিধ অনুষ্ঠান

অখণ্ড কীর্ত্তন ঃ গত ১০ই জানুয়ারী ২০২১ ররিবার নদীয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগর জাগৃতি ভবনে নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ৫০ জনের অধিক দাদা -দিদি, ভাইবোনের উপস্থিতিতে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিনঘন্টাব্যাপী মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্‌’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ প্রভাত সঙ্গীত ও মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্‌’ পরিচালনা করেন অনুপ্রিয়া দেব, অবধূতিকা আনন্দ বিভূকণা আচার্যা, আচার্য সত্যসাধনানন্দ অবধূত, ব্রহ্মচারিনী অনন্যা আচার্যা ডাঃ বৃন্দাবন বিশ্বাস প্রমুখ৷ অখণ্ডকীর্ত্তন শেষে মিলিত সাধনা হয়৷

ককেশিয়ান আর্য, প্রাচীন ইরান ও গমের ইতিকথা

আজ ককেশীয় রক্ত ও মঙ্গোলীয় রক্তের মিশ্রণ ঘটায় তাঁদের গাত্রবর্ণে পরিবর্তন অবশ্যই এসেছে, আকারে প্রকারে তফাৎ অবশ্যই এসেছে৷ কিন্তু মুখ্যতঃ আকারে রাঢ়ী৷ জাত–বাঙাঙ্গলীরা যদি হয় খাঁটি সোণা, তা হলে তথাকথিত উচ্চ–বর্ণীয়েরা বিশেষ করে কায়স্থরা সেই সোণার ওপর একটি চক্চকে ধরনের মিনের কাজ ন্দ্বুত্রপ্পন্দ্বপ্তন্দ্ব্ ন্ধপ্সপ্তস্তুগ্গ৷

মা

শর্মিলা রীত

তোমার কোলে জন্ম মা গো

    প্রথম আলো দেখা৷

তোমার আঁচল স্পর্শে মা গো

    শুধুই আদর মাখা৷৷

তোমার আঙুল ধরে মা গো

    এক পা দু’পা ফেলা৷

কন্যা সন্তান হয়েও মা গো

    করনি অবহেলা৷৷

 

তোমার হাতের স্পর্শে

    শেখা বর্ণপরিচয়৷

আধো গলায় শিখিয়েছিলে

    পাঠ্য কিশলয়৷৷

মনের মধ্যে জ্বালিয়ে ছিলে

    জ্ঞানের দৃপ্ত শিখা৷

মানব শিক্ষা তোমারই দান

    মুক্ত অন্ধ রেখা৷৷

 

মা তো কেবল মা হয়

    বিকল্প কিছু নাই৷

মরণ কালেও যেন মা গো

কবিতা

সুকুমার রায়

এলে তুমি সোনালী ভোরের গায়

অমৃতলোকের প্রীতি নিয়ে ধরায়

তমসা সরায়ে জ্বালিয়েছ দিয়া

প্রাণরসে করেছ উদ্বেল হিয়া

আলো নির্ঝরে নন্দিত ধরা সাজে

সকল হৃদয়ে তোমার বীণা বাজে৷

 

প্রভু এসেছি এবার মানব ঘরে

দিবানিশি মন তোমারী তরে

আধারের ছায় বেদনার জালে

তবু পথস্মৃতি ভূলি না কোন ছলে

নিরবধি আনন্দ ঝরে সত্যের পানে

অনুদিন খুঁজি আশাভরা মননে৷