September 2023

সাফল্যের সঙ্গে নদীয়া জেলার ব্লক স্তরের সেমিনার সমাপ্ত হল

গত ৪ঠা আগষ্ট নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের সেমিনার অনুষ্ঠিত হয় কৃষ্ণগঞ্জে৷ সেমিনারে আনন্দমার্গ দর্শনের সামাজিক অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করেন, ভুক্তিপ্রধান বৃন্দাবন বিশ্বাস, অনিল বিশ্বাস ও ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা৷ সেমিনারের আয়োজন করেন সুব্রত দাসঙ্গী উপস্থিত ছিলেন ব্লকের প্রায় ৪১ জন কর্মী৷ গত ১৩ই আগষ্ট অনুরূপ সেমিনার অনুষ্ঠিত হয় চাকদহ ব্লকে৷

এখানে প্রশিক্ষক ছিলেন ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা, মনোরঞ্জন বিশ্বাস ও বৃন্দাবন বিশ্বাসঙ্গী সেমিনারের আয়োজন করেন তাপস দাসঙ্গী এখানে ৩০ জন মার্গী ভাই-বোন উপস্থিত ছিলেন৷

বৈচিতে যোগ ক্লাস

গত ২৯শে আগষ্ট হুগলী জেলার বঁৈচির হাতনি পূর্ণচন্দ্র বিদ্যামন্দিরে ছাত্র-ছাত্রাদের নিয়ে একটি যোগ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরে যোগের তাৎপর্য ব্যাখ্যা করেন ও বিভিন্ন যোগাসন অনুশীলনে প্রশিক্ষণ দেন হুগলী জেলার আনন্দমার্গ মহিলা কল্যাণ বিভাগের ডায়োসিস সেক্রেটারী অবধূতিকা আনন্দ দূ্যতিময়া আচার্যা, অবধূতিকা আনন্দ রত্নপ্রভা আচার্যা, আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত ও আচার্য প্রসূনানন্দ অবধূত৷ শিবির পরিচালনায় সাহায্য করেন স্কুলের প্রধান শিক্ষক ও অনান্যসহ শিক্ষকবৃন্দ৷

কাঁথিতে অখণ্ড কীর্ত্তন

গত ১৫ই আগষ্ট পূর্বমেদিনীপুর ভুক্তি কাঁথি শহরের কুমারপুরের প্রয়াত বিশিষ্ট আনন্দমার্গী বঙ্কিম বেরার বাসভবনে তিনঘন্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম্‌’ মহানামমন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন পরিবেশন করেন আচার্য প্রাণাধীষানন্দ অবধূত, বিদ্যাসাগর মাহাত,ভজহরী বর্মন, শুভেন্দু ঘোষ, অভিজিৎ গুছাইত, শিউলি বেরা প্রমুখ মার্গী ভাই বোনেরা৷ স্থানীয় মার্গী ভাইবোন ছাড়াও বহু স্থানীয় মানুষ কীর্ত্তনে যোগ দেন৷ কীর্ত্তনশেষে কীর্ত্তন মাহাত্ম্য ও আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক বিষয়ের ওপর আলোচনা করা হয়৷

আনন্দনগরে সেমিনার

গত ২৭শে আগষ্ট আনন্দনগর সি-ডিটের সেমিনার অনুষ্ঠিত হয় আনন্দনগর সংলগ্ণ চিৎমু উপরপাড়া আনন্দমার্গ জাগৃতি ভবনে৷ আনন্দমার্গ দর্শনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আচার্য দীপাঞ্জনানন্দ অবধূত ও আচার্য সুরেশানন্দ অবধূত৷ স্থানীয় ইয়ূনিটের মার্গীরা সেমিনারটির আয়োজন করেছিলেন৷ গত ১৩ই আগষ্ট আনন্দনগর এ ডিটের সেমিনার অনুষ্ঠিত হয় জেল্লাডি গ্রামে৷ আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক, সামাজি ও অর্থনৈতিক আলোচনা  করেন আচার্য শুভপ্রসন্নানন্দ অবধূত, আচার্য মুক্তিচেতষানন্দ অবধূত৷

আমরা বাঙালীর রাখী বন্ধন অনুষ্ঠান

গত ৩০শে আগষ্ট বুধবার ‘আমরা বাঙালী’ সংঘটনের পক্ষ থেকে কলকাতার বাগবাজার বাটার মোড়ে রাখীবন্ধন উৎসব পালন করা হয়৷ এই অনুষ্ঠানে বাঙালী মহিলা সমাজের সদস্যাগণ স্থানীয় অধিবাসী ও পথচারীদের জাতি-ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে রাখী পরিয়ে দেয়৷ রাখী বন্ধন অনুষ্ঠানের গুরুত্ব ও বঙ্গভঙ্গ প্রচেষ্টার বিরুদ্ধে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রাখী বন্ধন উৎসব পালনের বিষয়ে আলোচনা করেন জ্যোতিবিকাশ সিন্‌হা, জয়ন্ত দাশ, জেলাসচিব সুবোধরঞ্জন কর প্রমুখ৷ অনুষ্ঠানের স্পান্দনিক শিল্পীগোষ্ঠীর সদস্য ও সদস্যাগণ সম্মিলিতভাবে রবীন্দ্র সঙ্গীত ও প্রভাত সঙ্গীত পরিবেশন করেন৷আনন্দনগরে স্বচ্ছতা অভিযান

আনন্দনগরে স্বচ্ছতা অভিযান

আনন্দনগরে পরিবেশকে স্বচ্ছ ও সুন্দর রাখতে প্রয়াস শুরু করেছে আনন্দনগর হাইস্কুলের ছাত্ররা৷ গত ১২ই আগষ্ট ছাত্ররা আনন্দনগর হাইস্কুলের বাইরে চারিপাশে  আবর্জনামুক্ত করতে স্বচ্ছতা অভিযান চালায়৷ তাদের এই কাজে স্কুলের শিক্ষকরাও উৎসাহ দেয়৷

নিউব্যারাকপুরে রক্তদান শিবির

গত ২৮শে আগষ্ট আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টীমের নিউব্যারাকপুর ইয়ূনিটের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ এই রক্তদান শিবির এবছর দ্বাদশবর্ষে পড়ল৷ মোট ৪২জন রক্তদাতা রক্তদান করেন৷ এদের মধ্যে ১৭জন মহিলা ছিলেন৷ রক্ত সংগ্রহ করতে এসেছিলেন এন.আর.এস হাসপাতাল কর্ত্তৃপক্ষ৷ উত্তর২৪পরগণা জেলার ভুক্তিপ্রধান সন্তোষ বিশ্বাস ও মার্গীভাইবোনদের সহযোগিতায় শিবির সূচারুরূপে সম্পন্ন হয়৷

আনন্দনগর ভ্রমণ

গত ১২ ও ১৩ই আগষ্ট কলকাতা থেকে চারজন ও পুরুলিয়া জেলার  হুড়া থানার মহাত্মা গান্ধী কলেজের অধ্যাপক স্বরূপ কোলে ও তাঁর স্ত্রী, বলরামপুর বাগাতি হাইস্কুলের শিক্ষিকা মিতা চক্রবর্তী ও তাঁর শিশু সন্তান, মিতা দেবীর বাবা-মা আনন্দনগর পরিদর্শনে আসেন৷ ওনারা আনন্দনগরে শিক্ষা ও সেবামূলক প্রকল্প, মাল্টা ফলের বাগান, অস্থি পাহাড়, বেলামু পাহাড়, বাবার স্মৃতিসৌধ, জলবন্ধ (চেকড্যাম্‌) প্রকল্প, নবচক্র গুহা মৃত আগ্ণেয়গিরি প্রভৃতি পরিদর্শন করেন৷ আনন্দনগরে আনন্দনগরের কর্মযোগ্য ও পরিবেশ দেখে সকলে মুগ্দ হন৷

অখণ্ড কীর্ত্তন

দশদা, ত্রিপুরা ঃ গত ৩০শে আগষ্ট উঃত্রিপুরা জেলার দশদা গৌরীশঙ্করপুরের বিশিষ্টমার্গী বিভাস দাস,অঞ্জন দাস ও অসিত দাসের বাড়িতে সকাল-৬টা থেকে ১২ঘন্টা ব্যাপী অখণ্ড বাবা নাম কেবলম্‌ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ প্রায় পাঁচশতাধিক মার্গী ভাইবোন ও আগরতলা ডায়োসিসে কর্মরত আনন্দমার্গ প্রচারক সংঘের  সর্বত্যাগী সন্ন্যাসী ও সন্ন্যাসিনীরা কীর্ত্তনে উপস্থিত ছিলেন৷ কীর্ত্তন শেষে আনন্দমার্গ দর্শন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন আচার্য সত্যসাধনানন্দ অবধূত৷