August 2024

 ১৯) ‘ভদ্‌’ ধাতুর অর্থ হ’ল ভাল কাজ করা বা শান্তশিষ্টভাবে থাকা৷ (ভদ্‌+ রক্‌ ‘ভদ্র’ করে ভদ্র শব্দ পাচ্ছি যার মানে ভাল (ভদ্র> ভদ্দ> ভল্ল>ভল্লা> ভাইলা> ভালা> ভাল)৷ হিন্দীতে শুভত্ব ৰোঝাতে ‘ভালাঈ’ শব্দ ব্যবহৃত হয়, ওড়িয়ায় ‘ভল’৷ ভদ্রলোক বলতে তাই ভাল মানুষ.....শান্তশিষ্ট মানুষ, যে মানুষটি ভাল কাজ করতে চায় সে৷ ‘ভদ্‌’+ ‘ড’ করে যে ‘ভ’ শব্দ পাই তার একটি অর্থ হ’ল ‘ভাল’৷

অথ খারো কাহিনী

কোনো নূতন শাড়ি–বাড়ি–গাড়ি আনলে অথবা হাঁড়িতে কোনো নূতন রান্না চাপালে লোকে চায় সে সম্বন্ধে অন্যে কিছু বলুক৷ কারণ নূতন অর্থে ‘কোরা’ মানেই যা ধ্বনিকে উৎসাহ দেয়৷ নূতন শাড়ি পরলে মন চাইবে প্রতিবেশিনী জিজ্ঞাসা করুন, ‘‘হ্যাঁ দিদি, শাড়িটা কবে কিনলে কত পড়ল’’ নূতন বাড়ি করলে ইচ্ছে জাগে, ৰন্ধু–ৰান্ধবরা বলুক, বাড়িটা ৰেশ হয়েছে৷ নূতন গাড়ি কিনলে ৰন্ধুর মুখ থেকে শুনতে চাইবে, ‘‘এটা কোন্ বৎসরের মডেল’’ হাঁড়িতে রান্না চাপালে প্রশ্ণ অপেক্ষিতই থাকবে, ‘‘রান্না কোথায় শিখলি রে’’

মনু ভাকের প্রথম ভারতীয় যিনি একটি অলিনম্পিক্সে দু’টি পদক জিতলেন

ভারতের তিনটি পদকের মধ্যে দু’টি এসেছে তাঁর হাত ধরে৷ প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের৷ একটি পদক একটুর জন্য হাতছাড়া হয়েছে৷ নিজের জোড়া পদক নিয়ে আইফেল টাওয়ারের সামনে দেখা গেল ভারতীয় শুটারকে৷ তিনি জানালেন, স্বপ্ণপূরণ হয়েছে তাঁর৷ কিন্তু জোড়া পদক জয়ের আনন্দের পাশাপাশি একটি পদক হারানোর কাঁটাও বিঁধছে তাঁকে৷ মনু জানান--- ‘‘একটি অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ জিতে আমার স্বপ্ণপূরণ হয়েছে৷ এই জয় শুধু আমার একার নয়৷ যাঁরা আমার উপর বিশ্বাস রেখেছেন, আমাকে সমর্থন করেছেন, তাঁদের সকলের৷ এই সমর্থন ছাড়া আমি জিততে পারতাম না৷ বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা গর্বের ও আনন্দের৷’’ ২৫ মিটার এয়া

১০০গ্রাম ওজন বেশি থাকায় বাতিল বিনেশ

সেমিফাইনালে জিতে ফাইনালে উঠেছিলেন বিনেশ৷ ৫০ কেজি বিভাগে খেলতে নামা বিনেশের ওজন প্রায় ২ কেজি বেড়ে গিয়েছিল৷ সারা রাত ধরে ওজন কমানোর চেষ্টা করেছিলেন বিনেশ৷ জগিং, স্কিপিং এবং সাইক্লিং করেছিলেন সারা রাত৷ ওজন কমানোর জন্য ঘাম ঝরাচ্ছিলেন৷ চুলও কেটে ফেলেছিলেন তিনি৷ রক্ত বার করেছিলেন৷ তাতে অনেকটাই ওজন কমিয়ে ফেলেছিলেন বিনেশ৷ কিন্তু গত বুধবার সকালে যখন ওজন মাপা হয়, দেখা যায় ৫০ কেজির থেকে ১০০ গ্রাম বেশি ওজন তাঁর৷ সেই কারণেই প্রতিযোগিতা থেকে বাতিল করে দেওয়া হয় বিনেশকে৷ প্যারিস অলিম্পিক্সে কুস্তির ফাইনালে উঠেও বিনেশ ফোগাটের বাতিল হয়ে যাওয়ার ঘটনা নিয়ে বিতর্কের ঝড় উঠল সংসদে৷ বিরোধীদের তরফে গত বৃহস্পতিবার গো