বিরামহীন কর্মজীবন ত্যাগ করে পরলোকে পাড়ি দিলেন অবধূতিকা আনন্দপ্রজ্ঞা আচার্যা
গত ১লা এপ্রিল আনন্দমার্গ প্রচারক সংঘের প্রবীন সন্ন্যাসিনী দিদি অবধূতিকা আনন্দপ্রজ্ঞা আচার্যা হৃদরোগে আক্রান্ত হয়ে অপরাহ্ণ ৩ ঘটিকায় পরলোক গমন করেন৷ তাঁর অকস্মাৎ প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই বিশ্বের আনন্দমার্গীরা শোকস্তব্ধ হয়ে পড়েন৷ তাঁর বিরামহীন কর্মজীবন সংঘের সকলস্তরের কর্মীদের কাছে দিদিকে জনপ্রিয় করে তুলেছিল৷