বাঁচার অধিকার

লেখক
আচার্য গুরুদত্তানন্দ অবধূত

ঝড়, জল উপেক্ষা করে বাঁচার তাগিদে নারী পুরুষ নির্বিশেষে প্রতিবাদী মানুষ আজ বিনিদ্র রজনী রাজপথে, শিক্ষাঙ্গনে, নদীতীরে, মাঠে ময়দানে বিরাজ করছে৷ কী তাদের উদ্দেশ্য? মৌলবাদীদের সমস্ত চক্রান্ত ব্যর্থ করা ব্যষ্টি ও সমষ্টি জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করা৷ তাই তাদের দাবী হচ্ছে (১) রাজনৈতিক স্বার্থে ভূমিপুত্রদের উচ্ছেদ করা চলবে না৷ (২) নারীর মর্যাদা রক্ষার্থে জনগণের সঙ্গে সরকারকেও তার দায়িত্ব পালন করতে হবে৷ (৩) জোর করে কারোর ওপর কোন ধর্মমত চাপিয়ে দেওয়া চলবে না৷ (৪) নিজ নিজ উপাসনালয়ে পুজো পার্বনের অধিকার সুনিশ্চিত করতে হবে৷ (৫) মৌলবাদীদের কুমন্ত্রনাতে বলপূর্বক কাউকে চাকরীচূ্যত করা যাবে না৷ দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে৷ (৬) মানবিক মুখের সরকারকেই প্রসাশনিক দায়ীত্ব পালন করতে হবে৷ (৭) গোষ্ঠীকেন্দ্রীক চিন্তাধারা বর্জন করে মানবিক মর্যাদাতে সবার সম্পত্তি ও বাঁচার অধিকার সুনিশ্চিত করতে হবে (৮) স্বার্থন্বেষী কোন শক্তির কাছেই আমরা মাথা নুয়াব না৷ তাই তো তাদের আত্মত্যাগের ভাষা হচ্ছে৷

হাজার প্রাণ হয় বলিদান প্রসন্ন চিতে

মানবতা কেন বিপন্ন হবে আঁধারি রাতে?

যুগ প্রয়োজনে চলেছি মোরা গড়ি সমাজে

দুঃখ দৈন্য ভাগ করে নোব পেতে স্বরাজে৷

প্রাণ প্রিয় আজি জাগিছে ওই সবার চিতে

বেদনশ্রিত মুছিয়া মোরা রবো ধরাতে,

ভাই-বোনের মিলিত প্রয়াসে করি কাজে

উচ্চ-নীচ নাহি ভেদাভেদ নাহিলাজে৷