বিমানের যাত্রীদের আসনে মানুষের বদলে সারি সারি বাজপাখি! মাথায় চোখ-বন্ধ ‘হুড’, পায়ে আংটা৷ সৌদি আরবের এক রাজপুত্রের পোষা বাজপাখিদের এই ছবি ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে৷ পোষ্যেরা যাতে আরামে ও নিরাপদে বিদেশভ্রমণ করতে পারে সে জন্য বিমানের ৮০টি টিকিট সংরক্ষণ করেছিলেন সৌদির ওই রাজপুত্র৷
ফ্যালকন গোত্রের কয়েকটি প্রজাতির বাজপাখিকে পোষ মানিয়ে তাদের দিয়ে তিতির. খরগোশ শিকার করানোর রেওয়াজ রয়েছে পশ্চিম এশিয়ার রাজপরিবারগুলির সদস্যদের মধ্যে৷
পোষ মানানো বাজপাখিদের নিয়ে শিকার প্রতিযোগিতারও আয়োজন করা হয় এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশে৷ এই ‘খেলার’ পোশাকি নাম ফ্যালকনারি৷ মূলত আরব রাজপরিবার ও ধনী ব্যক্তিরা তাতে নেন৷ সৌদি আরবের ওই রাজপুত্রও তেমনই কোনও অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলেই মনে করা হচ্ছে৷ বিদেশ ভ্রমণের জন্য শিকারি বাজেদের পাসপোর্ট থাকে৷ থাকে আন্তর্জাতিক রেজিস্ট্রেশন নম্বরও৷