বিশ্বকবি স্মরণে

লেখক
প্রবুদ্ধানন্দ অবধূত

যে কবির মাঝে রবির কিরণ

হয়েছিল উদ্ভাসিয়া,

তাঁর পদতলে সশ্রদ্ধ প্রণাম

নিবেদিনু প্রেম ভরিয়া৷

হৃদয়ে হয়েছিল যাঁহার ব্রহ্ম দর্শন,

ভাব সমুদ্রের অতলে ডুবে

থাকতেন যিনি,

সাহিত্য রসে  প্রকাশিলেন

অলংকৃত করিলেন এ বিশ্বকে তিনি৷

কবিতা, গল্প, ছড়া, কৌতুক,

প্রবন্ধ,কাব্য, উপন্যাস সঙ্গীতে অতুলনীয়,

বিশ্ব কবি আখ্যায় বিভুষিত

হলেন তিনিই শ্রী রবীন্দ্রনাথ,

সকলেরই বরণীয়৷

আপোষহীন সংগ্রামে উন্নত শিল্পী,

করেছেন প্রতিবাদ,

জন গণ মন অধিনায়ক মন্ত্রে

উদ্ভাসিত করেন তিনিই সাহিত্য রাজ৷

তাঁর জয় গাথা বিশ্বভুবনে

ক’জনেই বা ভুলিতে পারে?

তাঁর শুভ জন্মদিনে জানাই প্রণাম,

আছেন তিনি মম অন্তরে৷

দিব্যদর্শন হয়েছিল তাঁর

সাধনার গভীরে,

‘‘ঔ মহামানব আসে’’ লিখেছেন

তিনি সবার তরে৷

এস ভাই বোন সবাই আপন

দাও অধ্যাত্ম সাধনায় ডুব,

মণি মাণিক্য সব পাবে অন্তরে,

পাবে অনন্ত সুখ৷

মানব জীবন সাধনারই জন্য

ধ্যান-জ্ঞান হোক প্রিয়,

নহিলে মরিবে বৃথা আস্ফালনে,

রুধিতে নারিবে কেহ৷

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে

জানাই সবারে অভিনন্দন,

আহ্বান করি উদাত্ত কন্ঠে,

এসো করি তাঁর জীবন অনুসরণ৷