বৃক্ষরাজির প্রয়োজন নেই কিন্তু মানুষের জন্যে অপরিহার্য

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পৃথিবীতে বৃক্ষ, তরুরাজি, লতাগুল্মকে বাঁচতে হলে মানুষের দরকার নেই৷ কিন্তু মানুষকে বাঁচতে হলে এদের অবশ্যই প্রয়োজন৷ কিন্তু সমাজের নেতৃস্থানীয় ব্যষ্টিবর্গ এই জিনিসটাকে কোন গুরুত্বই দিচ্ছে না৷ যার ফলে সমগ্র বিশ্ব উষ্ণায়নের কবলে৷ প্রাকৃতিক ভারসাম্য হারিয়েছে৷

আনন্দমূর্ত্তিজীর নির্দেশনায় আনন্দনগরে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে তিনশতাধিক একর জমিতে সবুজায়ন করেছে৷ সাধারণ মানুষের আর্থিক স্বনির্ভর ও সুস্বাস্থ্যের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফল ছাড়াও শ্বেতচন্দন, মেহগনি, শাল, সেগুন, গামার, শিশু ইত্যাদি মূল্যবান বৃক্ষ রোপন করা হয়৷ যে কেউ এলে আনন্দনগরের প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন অনুভব করতে পারবেন৷ প্রতিবছর নতুন অনুর্বর ও পতিত জমিতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে চলেছি৷ অভেদানন্দডিহি ও ভেঙ্কটেশ্বরানন্দডিহ্ পরিখা খনন কাজ চলছে৷