লেখক
আচার্য গুরুদত্তানন্দ অবধূত
দেখবো ঘুরে জগতটাকে
শিখবো সব হেকে ডেকে
চরণ চিহ্ণ এঁকে যাবো
এই করেছি পণ,
যতই বাধা আসুক পথে
চলবো অনুক্ষণ৷
আসছে মানুষ যাচ্ছে ফিরে
হচ্ছে দেখা ক্ষণিক তরে
নিচ্ছে প্রীতি পরাণ ভরে
তুলি, মধু রণন...
যতই বাধা আসুক পথে
চলবো অনুক্ষণ৷
দুঃখ বেদন যাহা থাকুক
শীত উত্তাপ যতই লাগুক
খাবার দাবার যাহা জুটুক
লক্ষ্যে সদা মন,
যতই বাধা আসুক পথে
লড়বো অনুক্ষণ৷
প্রিয়জনে কাছে পাওয়া
মধুতাণে হচ্ছে নাওয়া,
সবার সুখে সুখী হওয়া
এইতো জীবন,
যতই বাধা আসুক পথে
চলবো অনুক্ষণ!
- Log in to post comments