ভগিনী নিবেদিতা (২৮শে অক্টোবর জন্মদিন)

লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত

তোমার ছিলনা জাতি ভেদ-বিদ্বেষ,

ভারতকে তাই করেছিলে নিজ দেশ৷

সারাটা জীবন ভারতের হিত-কাজে

ছিলে নিয়োজিত শত সঙ্কট মাঝে৷

স্বামীজীর মুখে শুনে ভারতের বাণী

দেখেছিলে মহাজীবনের হাতছানি৷

প্রিয় দেশ, প্রিয় জন, প্রিয় সংসার---

সব কিছু ফেলে নিয়েছিলে মহাভার৷

মুগ্দ হয়েছো ভারতের মহিমায়,

ধন্য হয়েছো ভারতের সাধনায়৷

জীবন সঁপেছো ভারতের কল্যাণে---

ভারতের শাশ্বত ভাব রূপ দানে৷

তাই তো আমরা

আজিকে তোমায় স্মরি---

আমাদের মাঝে ফের আহ্বান করি৷৷