দানবীয় শক্তির পরাজয় হবেই

লেখক
এইচ. এন. মাহাতো

 প্রাউট প্রবক্তা শ্রীপ্রভাতরঞ্জন সরকার বলেছিলেন পুঁজিবাদ ও মার্ক্সবাদ বা জড়বাদ মানবতার চরম শত্রু৷ জড়বাদী মার্ক্সমার্র্ক বামপন্থী বা সিপিএমরা মানবতাবাদী প্রাউটিষ্টদের উপর পুরুলিয়ার আনন্দ নগরে  ১৯৬৭ থেকে একের পর এক আঘাত হেনেছে আদর্শগত বিরোধের কারণে৷ ১৯৮২ সালে ৩০শে এপ্রিল ১৭ জন আনন্দমার্গের সন্ন্যাসী ও সন্ন্যাসীনি দিবালোকে কোলকাতার বণ্ডেল গেট ও বিজন সেতুতে  নিঃসংশভাবে হত্যা করেছে৷ আজো তার বিচার হয়নি৷ পাশাপাশি পুঁজিবাদের প্রতিভূরা কংগ্রেস ও আজকের বিজেপি একসময় যাদের অনেকে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলো তারাই প্রাউট প্রবক্তা শ্রীপ্রভাতরঞ্জন সরকারকে রাজশক্তির সাহায্যে জেলে পাঠিয়ে মারাত্মক বিষ প্রয়োগ করেছিলো হত্যা করার জন্য৷ আজো তার বিচার হয়নি৷ মাননীয় প্রাউট প্রবক্তা তাঁর দর্শনের আলোকে প্রগতিশীল সমাজতন্ত্রের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে একটি শোষণমুক্ত মানবসমাজ অন্ধবিশ্বাস কুসংস্কার মুক্ত মানবসমাজ গড়তে প্রয়োগ ভৌমিক তত্ত্ব দিয়েছেন৷ ভারত তথা বিশ্বের নিশাচরী রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মের নামে ধোঁকাবাজ ধবজাধারী কারবারিরা তাদের শোষণ যাতে বন্ধ না হয় তার জন্য তারা প্রাউট দর্শন ও প্রবক্তাকে পৃথিবী থেকে লুপ্ত করতে এই আঘাত হেনে ছিলেন৷

প্রাউট প্রবক্তার তাঁর প্রবর্তিত প্রাউট দর্শনটি নব্য মানবতার নামে মানব কল্যাণের জন্য উৎসর্গ করেছেন৷ যে দর্শন মানব সভ্যতার  ইতিহাসকে নষ্ট করতে চায় সেই দর্শন প্রাকৃতিক নিয়মে বিলুপ্ত হয়ে যাবে৷ যেমন মানবতা বিরোধী মার্ক্সবাদ দর্শন অকাল মৃত্যু হয়ে কঙ্কালটা নিয়ে কিছু মানুষ আঁকড়ে পড়ে আছে৷ আর পুঁজিবাদ দর্শন ফুলঝুরি তুবড়ির মত ভেঙে পড়েছে৷ পুঁজিবাদের  বিষাক্ত গ্যাস আজ সমগ্র ভারত তথা পৃথিবীকে অর্থনৈতিক নরক যন্ত্রণা ভোগ করাচ্ছে৷ পৃথিবীর মানুষ ইতিহাসের পাতায় কমিউনিষ্ট পৃথিবীর মানুষ ইতিহাসের পাতায় কমিউনিষ্ট পার্টি ও দর্শনের কথা পড়বে৷ ঠিক তেমনি পুঁজিবাদ দর্শনের প্রচারক কংগ্রেস ও বিজেপিকেও বইয়ের পাতায় ঠাঁই নিতে হবে মানবতাকে চরম আঘাত ও অপমান করবার জন্য৷ পশ্চিম বাঙলার এবারের ভোটের মানবতার চরম শত্রু কংগ্রেস ও  সিপিএমকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে বঙ্গের জনগণ৷ আসুন বিভিন্ন দল মতের রাজনৈতিক ধোঁকাবাজ বা ৫০০/১০০০ টাকা দানের ভিক্ষার বড় বড় লাইন না বাড়িয়ে নিজেদেরকে স্বনির্ভর, কর্মক্ষম তৈরী করে নিজেরাই আমাদের জীবন ধারনের নূ্যনতম প্রয়োজন পূর্তির ব্যবস্থার সাথে সাথে আত্মনির্ভর পৃথিবী গড়ে তুলি৷ যারা মানবজাতির সত্য, ধর্ম ও মানবতার বিরোধীতা করবে তাদেরকেই একদিন ভাগাড়ে পড়ে থাকতে দেখা যাবে এটাই চিরন্তন সত্য৷

মানব সমাজের কাছে প্রাউটিষ্টদের আবেদন অনেক রক্ত ঝরিয়ে শক্তি, অর্থের অপচয় হয়েছে আসুন আমাদের নব  প্রজন্মকে বাঁচাতে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলি অশুভ দানবীয় শোষক ও শাসক শক্তিকে পরাজিত করে শুভ শক্তির সাহায্যে শোষণমুক্ত নির্মল পৃথিবী গড়ে তুলি৷