বিশিষ্ট প্রাউটতাত্ত্বিক ও প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের কেন্দ্রীয় সংঘটন সচিব আচার্য প্রসূনানন্দ অবধূত দেশের বর্তমান দুরাবস্থা বিষয়ে এক আলোচনা চক্রে দৃঢ়তার সঙ্গে বলেন---বর্তমান সামাজিক-অর্থনৈতিক সাংস্কৃতিক সঙ্কট থেকে পরিত্রাণের একমাত্র পথ প্রাউট৷
তিনি বলেন সমাজের সর্বস্তরে দুর্নীতি ছড়িয়ে পড়েছে৷ আকন্ঠ দুর্নীতিতে ডুবে দেশ৷ এমন কি মানুষের জীবনদায়ী ঔষধ নিয়েও চলছে জালিয়াতী৷ করোনার টিকা থেকে আরম্ভ করে হাসপাতালের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধেছে৷ একমাত্র প্রাউটের পথেই এই সংকট থেকে ত্রাণ পাওয়া যাবে৷ তারজন্যে চাই আদর্শ নেতৃত্ব ও একটি বলিষ্ঠ ও বাস্তবসম্মত বিকেন্দ্রীত অর্থনৈতিক পরিকল্পনা৷ প্রাউটেই আছে এর সুনির্দিষ্ট পথ নির্দেশনা৷
আচার্য প্রসূনানন্দ বলেন---আদর্শ নেতৃত্ব প্রসঙ্গে বলতে গিয়ে প্রাউট প্রবক্তা বলেন--- ‘‘পৃথিবীর মানুষের ধারা কতকটা একপাল ভেড়ার মত৷ একটা ভেড়া গর্তে পড়লে বাকি সবাই সেই গর্তেই পড়ে৷’’ আজ দেশের নেতারাই দুর্নীতিগ্রস্ত৷ সেই দুর্নীতিই করোনা বাইরাসের মত ছড়িয়ে পড়ছে সমাজের সর্বত্র৷
তাই আদর্শ নেতৃত্ব ব্যতিরেখে কোন সমস্যার সমাধান সম্ভব নয়৷ প্রাউট প্রবক্তা বলেছেন--- নেতা চিনতে হবে তাঁর বিদ্বত্তা, ৰুদ্ধিমত্তা,দৃঢ়তা, অগ্রগামিতা,ত্যাগ স্বীকারে সদাপ্রাস্তত্য ইত্যাদি গুণ দেখে৷ বর্তমান নেতৃত্বের এর কোনগুণই নেই৷ তাই সমাজকে বাঁচাতে হলে সবার আগে এইসব গুনসম্পন্ন আদর্শ নেতৃত্ব চাই৷
আচার্য প্রসূনানন্দ এরপর অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে প্রতিটি মানুষের জীবন ধারনের প্রাথমিক প্রয়োজন অন্ন, বস্ত্র, শিক্ষা চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করতে হবে ও মানুষকে আর্থিক স্বনির্ভর করে গড়ে তুলতে হবে৷ তাই সবার আগে কৃষিকে সুসংবদ্ধ রূপ দিতে হবে কৃষিকাজের মাধ্যমেই আর্থিক স্বনির্ভরতা অর্জন করতে হবে৷ তাই কৃষি কাজের সবরকম সম্ভাবনার সবার্ধিক উপযোগ গ্রহণ করতে হবে ও বিজ্ঞানসম্মত পদ্ধতি প্রয়োগ করতে হবে কৃষিকাজে৷ তাছাড়া ব্লকভিত্তিক পরিকল্পনার মাধ্যমে কৃসি-অকৃষি কৃষি সহায়ক শিল্প গড়ে ১০০ শতাংশ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে৷ এটাই হবে আদর্শ সমাজ ঘটনের প্রাথমিক কাজ৷