লেখক
কৌশিক খাটুয়া
বিশ্বকবি রবি ঠাকুর
বাঙলার গৌরব,
আপামর বাঙালী তা’
করে অনুভব৷
তাঁর সৃষ্টিতে প্রকাশিত হলো
মানব আদর্শ,
তাঁর সম্মানে সম্মানিত
সমগ্র ভারতবর্ষ৷
প্রচলিত শিক্ষার ধ্যান ধারণা
গ্রহণযোগ্য নয়,
আলো-বাতাস সম জ্ঞান-বিজ্ঞান
মুক্ত সংস্কৃতির পত্তন৷
সেই ধারনার বশে স্থাপিত
শান্তিনিকেতন৷
মুক্ত চিন্তা, মুক্ত বিদ্যা,
মুক্ত সংস্কৃতির পত্তন৷
নোবেল পুরস্কারের মাপকাঠিতে
তাঁর হয়না পরিমাপ,
তাঁকে জানতে বিচরণ করি
তাঁর সৃষ্টির নানা ধাপ৷
বঙ্গভঙ্গ রোধে তাঁর
সক্রিয় ভূমিকা,
বাঙ্গালীর মনে প্রজ্জ্বলিত
সেই অনির্বাণ শিখা৷
কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ,
গানের জগৎ ভরে,
বঙ্গ সংস্কৃতি সমৃদ্ধ করে
বিশ্বের দরবারে৷
- Log in to post comments