লেখক
আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত
তোমার ছন্দে,তোমার রূপ,রস
গন্ধে আমার আমি হয়
আত্মহারা আমার ‘আমি’
সে যে ‘তোমারই’
‘আমি’,
বৃথা খুঁজে মরি বহির্বিশ্বে,
মধুময় এ বসুন্ধরা৷
এ কী লীলা খেলা করে
চলেছ প্রিয় তুমি,
রেখেছ নিজেরে লুকায়ে,
তাতে কী বা আনন্দ পাও?
দুগ্দ মন্থনে মাখন উৎপত্তি সম,
মনন গভীরে ধ্যানে ধরা দাও৷
ক্ষুদ্র ‘আমি’রে
আমার সমর্পিণু আমি,
কর মোরে তোমার
একান্ত আপন,
তুমি বিনা মোর জীবন মরুভূমি,
প্রভু! তাই তারে করি বিসর্জন৷
তব কৃপা বিনা এ জীবন দুঃসহ,
নীরস, শুষ্ক, বেদনাময়,
তাই দুষ্কর লভ্য
এই মানব জীবন,
সার্থক কর তোমার সেবায়,
হে দয়াময়৷
আমার আশ্রয় তব বরাভয়৷
- Log in to post comments