হে রাজা

লেখক
কৌশিক খাটুয়া

প্রাতঃস্বরণীয় চির বরণীয় হে রাজা,

তুমি এস আরবার, জগদ্দল পাথরের মতো---

পণ প্রথা, বৈধব্যের নানা অনাচার,

উচ্ছেদ হোক শোষণ পীড়ণের যাঁতাকল,

যত ব্যাভিচার৷

আজ অন্যরূপে সতীদাহ পনের বলি অহরহ

অথচ সমাজ নিরুত্তর নির্বিকার!

অজ্ঞতার বিভাবরী পরে---

দেখা দিক প্রগতির সূর্যোদয়

পূবাকাশে আগামী ভোরে৷

 

তোমার আবির্ভাব দিনে

আচার্য গুরুদত্তানন্দ অবধূত

আঁধারের বুক চিরে তুমি এলে

জাগল রং পূবাকাশে,

তরুশাখে  বিহগ গাহে গীতি

হাসল নদীর জল রঙে রঙে

ফুটল কুসুম পাহাড়ী বনে৷

বাজল সবে আবাহনী তান...

হ’ল আলোক স্নান জীবনে,

নেচে উঠল প্রাণ সর্বত্র,

সঞ্জীবিত হল  এ ধরা

বাড়ল  শোভাতব আগমনে৷

আলোক উজ্জ্বল রথে তুমি এলে

সরে গেল আঁধারি কালো

হ’ল ভাস্বর এ চরাচর,

বিস্তারিলে তুমি প্রাণ,

রঞ্জিত হ’ল ধরা,

হাসলে তুমি আড়ালে, আনমনে৷