ঈশ্বরচন্দ্র

লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত

জীবে প্রেম মানে ঈশ্বর সেবা

বুঝেছিলে বটে মর্মে,

মেতেছিলে তাই সারাটা জীবন

মানব সেবার ধর্মে৷

মেথর বাগদী চণ্ডাল মুচি

ভাবো নি কারেও ঘৃণ্য,

অন্তর হতে অন্ত্যজ জ্ঞানে

রাখোনি কারেও ভিন্ন৷

পরের দুঃখ পীড়নে সদাই

অশ্রু ঝরতো চক্ষে---

ছিলে অন্ধের ষষ্টির মতো

নির্যাতিতের পক্ষে৷

দারিদ্র্যভারে যারা ছিল শুধু

হতাশায় নিরানন্দ

চক্ষু থেকে ও অশিক্ষা আর

অজ্ঞানে ছিল অন্ধ---

তাদের বাঁচাতে করেছ কত না

অতন্দ্র শুভ চেষ্টা

তাইতো তোমায় প্রণাম জানায়

শ্রদ্ধায় গোটা দেশটা৷