জেলা টাইকোণ্ডু প্রতিযোগিতায় আনন্দনগরের মেয়েরা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৪ই জুলাই’২৪ ৩০তম পুরুলিয়া জেলা টাইকোণ্ডু চ্যাম্পিয়নশিপ-২০২৪ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মানভূম স্পোর্টস এসোসিয়েশন ইণ্ডোর ষ্টেডিয়ামে৷

প্রতিযোগিতায় আনন্দমার্গ মহিলা কলেজ, আনন্দনগর দ্বারা পরিচালিত টাইকোণ্ডু প্রশিক্ষণ কেন্দ্রের ১০জন প্রতিযোগী এই প্রথমবার অংশগ্রহণ করেছে৷ সকলেই সাব জুনিয়র গ্রুপের ছিল৷ পাঁচজন গোল্ড পেয়েছে ও পাঁচজন সিলভার পেয়েছে৷ গোল্ড পেয়েছে--- যথাক্রমে রেণু মাহাত, মৌমিতা সরেন, মমতা হেমব্রম, জাহ্ণবী মাহাত, রিয়াবালা কর্মকার৷ সিলভার পেয়েছেযথাক্রমে রাজশ্রী মাহাত, তনুশ্রী মাহাত, অর্পিতা কুমার, তৃপ্তি তন্তুবায়, পুষ্পা দাস৷ সকলেই আনন্দমার্গ গার্ল হাইস্কুলের ছাত্রা৷ উল্লেখনীয় যে ২০২৩সালের ১১ই মার্চ আনন্দমার্গ মহিলা কলেজ, উমানিবাস ক্যাম্পাসে কলেজ অধ্যক্ষা অবধূতিকা আনন্দ তপঃশিলা আচার্যার তত্ত্বাবধানে প্রথাগত টাইকোণ্ডু প্রশিক্ষণের আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ হয়৷ উদ্দেশ্য গ্রামের ও আনন্দমার্গ গার্ল চিল্ড্রেন্স হোমের মেয়েদের আত্মসুরক্ষা-আত্মবল অর্জন, সাহসী করা, সুরক্ষা ও প্রতিরক্ষা বিভাগে সরকারী-বেসরকারী কর্মসংস্থানের ক্ষেত্রে যাতে বিশেষ সুযোগ পায়৷ গত ১৬ই মার্চ’২৪ টাইকোণ্ডু পরীক্ষার মাধ্যমে সকলে ‘ইয়েলো বেল্টে’ উন্নীত হয়ে৷ প্রতি শনি ও রবিবার বিকেলে অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ প্রশিক্ষকের দ্বারা নিয়মিত শিক্ষা প্রদান করা হয়৷

আনন্দমার্গ স্কুল, কলেজে ছাত্র-ছাত্রাদের লেখাপড়ার পাশাপাশি অঙ্কন, সঙ্গীত, খেলাধুলা, যোগাসন, মেডিটেশন, নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে সমাজে সুনাগরিক তৈরী করা হয়৷

পরিচালনায় ও ব্যবস্থাপনায়: বেঙ্গল টাইকোণ্ডু এসোসিয়েশন ও বেঙ্গল অলিম্পিক এসোসিয়েশন অনুমোদন প্রাপ্ত টাইকোণ্ডু এসোসিয়েশন পুরুলিয়া৷