জীবন যেন কারাগার!

লেখক
জয়তী দেবনাথ

একে একে দিনগুলো কাটছে হেলায় সব৷

জীবন মাঝে নেই যে এখন আগের কলরব৷৷

স্কুলরুমে আর হয় না এখন পড়া-পড়া খেলা৷

বেঞ্চগুলোতে জমেছে তাই বিষন্নতার ধূলা৷৷

ব্ল্যাকবোর্ডে আর ভিড় করে না নিউটন এর সূত্র৷

ভরসা এখন অনলাইন ক্লাস আর নানান বইপত্র৷৷

গাদা গাদা আছে বই, সিলেবাসও প্রচুর৷

নেই যে শুধু ক্লাসরুমে ওই সহজ সরল দুপুর৷৷

লেইজারেতে আর জমেনা কোলাহলের ভিড়৷

মহামারীর প্রকোপে আজ শূন্য সুখের নীড়৷

চিরসুখের সে মধুর দিনের পাই না দেখা আর৷

জীবনটা আজ মনে হচ্ছে যেন কারাগার!!