কবি রামদাস বিশ্বাস - এর গান

লেখক
রামদাস বিশ্বাস

(১)

গানের ভেলা ভাসিয়ে দিলাম

মন ভোলানো তোমার নামে৷

চলবে মহাসিন্ধু নীরে,

যাবে তোমার অমর ধামে৷৷

এই ভেলাতে গান যা আছে

সে সব গানই তোমার বলা,

তোমার সুরে সে গান গেয়ে

একলা আমার এ পথ চলা             

গানের মাঝে বাঁশি বাজে,

মন বসে না কোন কাজে

সেই সুরেতে মেতে আছি,

অনন্ত হে তোমারপ্রেমে৷৷

এ গানেতে সকল সুরই

তোমার দেওয়া আমার তরে,

তোমার কৃপায় এ গান যেন

সুরে সুরে ভুবন ভরে,

ভাসিয়ে ভুবন সে সুর চলে

তোমার রাতুল চরণ তলে,

ত্রিলোক মাঝে মোহন তোমার

সে সুর বাজে অষ্টযামে৷৷

---শান্তিনিকেতন, ১/১২/২০১৪

(২)

কত সোন্দর সোন্দর ফুল

জলে ভেসে যায়৷

আবার হিজল ফুল

মালা হয়ে গাছে ঝুলে রয়৷৷

কত ফুলের নাম আছে

গোত্র আছে ভালো,

বনের মাঝে ফুটে তারা

স্বর্গ করে আলো৷

আবার নাম হীন কত ফুল

কেঁদে বুক ভাসায়৷৷

কত ফুল বন মাঝে

রাতের বেলায় ফোটে,

সকাল বেলায় ঝ’রে যায়

ভোমরা নাহি জোটে৷

আবার কত ফুলের মধু খেয়ে

মৌমাছি পালায়৷৷

শান্তিনিকেতন, ২২/১০/২০১৪