কোটা বিরোধী আন্দোলনের জেরে বিদায় হাসিনার ছাত্র আন্দোলনের লক্ষ্য ধর্মনিরপেক্ষ বাংলাদেশ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগে বাধ্য হলেন হাসিনা৷ তাকে দেশও ছাড়তে হয়েছে৷ তবে অশান্ত বাংলাদেশে মৃত্যুর মিছিল এখনো অব্যাহত৷ আন্দোলন শুরু হয়েছিল কোটার বিরুদ্ধে৷ যা বৈষম্য বিরোধী আন্দোলনে রূপ নেয়৷ কিন্তু দাবী মানার পরও আন্দোলন চলতে থাকে৷ তাতে হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়৷ কিন্তু এখনো বাংলাদেশে ভাঙচুর, লুঠতরাজ সংখ্যা লঘুদের ওপর আক্রমণ বন্ধ হয়নি৷

বর্তমান পরিস্থিতি দেখে বিরক্ত প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির এক সদস্য৷ তিনি বলেন---এখন চারপাশে যা ঘটছে এটা ছাত্র আন্দোলনের লক্ষ্য নয়, আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল ধর্ম নিরপেক্ষ নূতন বাংলাদেশ ঘটন৷ আশা করছি অন্তবর্ত্তীকালীন সরকার ঘটনের পর পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে৷ নূতন সরকার খুন জখম অত্যাচার রুখতে ব্যবস্থা নেবে৷ ওই ছাত্র নেতা বলেন---স্বাধীনতা অর্জন করা কঠিন, আরও কঠিন স্বাধীনতা রক্ষা করা৷ আমরা ছাত্ররা সংখ্যালঘু সংখ্যাগুরু হিসেবে কোন ভাগাভাগির পক্ষে নয়৷ আমরা সবাই বাংলাদেশী৷ যদি নতুন সরকারও একই রকম ভূমিকা নেয় ফের আন্দোলনে যাবে ছাত্রজনতা৷