মধুর মিলন

লেখক
আচার্য গুরুদত্তানন্দ অবধূত

বকুল বেলার গেঁথেছিনু মালা
তোমায় পরাব বলে
হাসির ঝলক পলকেতে আসি যায় কোথা ফির চলে?

মনো মন্দিরে বসিয়া ভেবেছি
এই বুঝি তুমি এলে
জ্বালিয়েছি দীপ প্রীতি ভ'রে সবই
খুশিতে হেলে দুলে।

স্বপন বিভোর কাটিলে ঘোর
দেখি চেয়ে আছো দাড়িয়ে
তোমারই ভাবনায় দিন চলে যায়
তোমাতেই যাবো হারিয়ে।

আসিয়া নিজেই প'রে নিলে গলে
প্রীতি মালা খানি মোর
ভরিলে পরাণ মধু মুর্ছণায়
বাজিলো অলকার সুর।

হেরিনু তোমায় অপলক নয়নে জুড়ালে তুমি প্রাণ
সরালে বেদন মধু রণনে
আমি যে তোমারই দান।

করিলে আপন মধুর স্বপনে
সার্থক হ'ল জনম
মরমে পশিয়া চলেছো হাসিয়া
পূর্ণতা পেলো ধরম!