সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
রেণেশাঁ আর্টিস্টস এণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশন, পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে ২৪ শে জুলাই, বুধবার মিশন বালিকা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ৫ম বর্ষ গল্প বলা প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি৷ প্রধান শিক্ষিকা আবিরবর্ণা সাহুর উদ্বোধনী বক্তব্যের পর শুরু হয় মূল প্রতিযোগিতা৷ শ্রী প্রভাতরঞ্জন সরকার এর ‘অনুনাসিকতা’ গল্প টি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৬৪ জন শিক্ষার্থী উপস্থাপন করে৷ তারমধ্যে থেকে দুইজন বিচারক কাজরী বসু ও সুদীপ্তা মিশ্র চক্রবর্তী যে পাঁচজন সেরা প্রতিযোগীকে সফল বলে ঘোষণা করেন তারা হল---অর্চিতা মণ্ডল(১ম),সুপ্রভা পট্টনায়েক (২য়),লিপিকা পানি (৩য়), অমৃশা ঘোড়াই (৪থ), সৃষ্টি সোম(৫ম)৷ পুরস্কার ও শংসাপত্র প্রদানের পর একটি আমলকী ও একটি দোলনচাঁপা গাছের চারা লাগানো হয় বিদ্যালয় প্রাঙ্গণে৷