নাগরিকত্ব প্রমাণে ভোটার কার্ডই যথেষ্ট

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

মুম্বাইয়ের রে-রোড এলাকায় থাকেন এক বাঙালী দম্পতি৷ ভূয়ো খবরের ভিত্তিতে গত ১১ই ফেব্রুয়ারী মুম্বাই পুলিশ ওই দম্পতি আববাস শেখ ও তাঁর স্ত্রী রাবিয়া খাতুনকে বাঙলাদেশী সন্দেহে গ্রেপ্তার করে৷ পুলিশ তাদের বিরুদ্ধে বিদেশী নিয়ন্ত্রণ আইন ভঙ্গ, ও ভারতে প্রবেশ সংক্রান্ত পাসপোর্ট আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করে৷ আববাস শেখ মুম্বাই পুলিশের অভিযোগ অস্বীকার করে নিজেদের ভারতীয় বলে দাবী করেন৷ তিনি তাঁর দাবীর স্বপক্ষে ভোটার পরিচয়পত্র, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্য বীমার কার্ড, ব্যাঙ্কের পাস বই, ড্রাইভিং লাইসেন্স সঙ্গে স্ত্রীর ভোটার কার্ড, আধার কার্ড ও প্যান কার্ড আদালতে জমা দেন৷

যাবতীয় নথিপত্র দেখে মুম্বাইয়ের ওই কোর্টের বিচারক এ.এইচ. কাশীকার ওই দম্পতিকে বে-কসুর খালাসের আদেশ দেন৷ বিচারক তাঁর রায়ে জানান---আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট নয়৷ কিন্তু বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট ও ভোটার পরিচয়পত্র নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট৷ বিচারক বলেন ভোটার পরিচয়পত্রের আবেদনে ৬ নং ফরম্ জমা দিয়ে নিজেকে দেশের বৈধ নাগরিক দাবী করতে হয়৷ এটা মিথ্যা প্রমাণিত হলে শাস্তিযোগ্য অপরাধ৷ তাই ভোটার পরিচয়পত্রই নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট, যদি ভোটার কার্ড জাল না হয়৷ সেটা প্রমাণ করার দায়িত্ব অভিযোগকারীর অর্থাৎ মুম্বাই পুলিশের৷