নারীর প্রতি সামাজিক অবিচার

Baba's Name
শ্রী প্রভাতরঞ্জন সরকার

সমাজে বিভিন্ন ধরণের পাপাচারকে দেখে যারা শিউরে ওঠেন আর বলেন, ---গেল সব গেল৷ ধর্ম গেল, নীতি গেল, তাঁদের বোঝা উচিত এই তথাকথিত সবগেল কথাটার পেছনে যে কারণগুলো রয়েছে তার অন্যতম কারণ হচ্ছে সামাজিক অবিচার৷
সামাজিক অধিকারগত ব্যাপারে নারীর প্রতি অবিচার করা হয় বলে ও অর্র্থনৈতিক দিক দিয়ে তারা পঙ্গু হয়ে থাকার দরুণ নারী সমাজের একাংশ পতিতাবৃত্তি গ্রহণে বাধ্য হয়৷ পতিতাবৃত্তির কারণ অনেকগুলো হলেও এ দুটোই তার মুখ্য কারণ৷ আনন্দমার্গ নারীকে পুরুষেরই সমান মর্যাদাসম্পন্ন মানুষ বলে স্বীকার করে নিয়েছে৷ অর্থনৈতিক ক্ষেত্রেও নারীজাতিকে পুরুষের ওপর যাতে নির্ভরশীল হয়ে না থাকতে হয় তার জন্যে উৎসাহ দিতেও আনন্দমার্গ চায় দুশ্চরিত্র পুরুষ বুক ফুলিয়ে সমাজে মাতববরী করবে আর পতিতা নারী সমাজে সৎভাবে জীবন-যাপনের ইচ্ছা থাকা সত্ত্বেও সে সুযোগ পাবে না এ ব্যবস্থা ন্যায়ানুমোদিত নয়৷ সৎভাবে জীবনযাপনেচ্ছু নারীকে সসম্মানে সমাজে স্থান দিতে হবে৷

উৎস

আজকের সমস্যা বই থেকে