নবজাতকের জন্যে বাড়তি সর্তকতার প্রয়োজন৷ এমনিতে নবজাতকের জন্যে অনেক আয়োজন থাকে৷ সে থাকলেও তার জন্যে বাড়তি যত্নের প্রয়োজন৷ প্রথমতঃ নবজাতককে নিয়ে বাইরে বেশী ঘোরাঘুরি করা উচিত নয়৷ এই ঋতু পরিবর্তনের সময় বেশী ঘোরাঘুরি করলে নবজাতক ঠাণ্ডায় আক্রান্ত হতে পারে৷ তা থেকে নিউমোনিয়া পর্যন্ত হতে পারে৷ তাই নবজাতকের জন্যে কি ধরনের যত্ন নেওয়া প্রয়োজন সে সম্বন্ধে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা যা বলে থাকেন সে সম্বন্ধে কিছু আলোচনা করা হ’ল–
শিশু জন্ম নেওয়ার পর তাকে পরিষ্কার ভালো কাপড়ে মুড়ে রাখতে হবে যাতে শিশুর ঠাণ্ডা না লাগে৷ নবজাতককে স্নান করানো আবহাওয়ার অবস্থা বুঝে স্নান করানো উচিত৷ যদি ঠাণ্ডার তীব্রতা থাকে তবে স্নান না করালেও চলবে৷ আর শিশুদের স্নান দিনের ১১–১২টার মধ্যে করানো উচিত৷ এই সময় দিনের তাপমাত্রা সব থেকে বেশী থাকে৷ তাই ঠাণ্ডা লাগার ভয় থাকে না৷ তার আগে শিশুকে তেল মেখে মিষ্টি রোদ লাগানো যেতে পারে৷ সেটা শিশুর শরীরের পক্ষে উপকারী আর শিশুর ভালো লাগবে৷ তবে খোলা বাতাসের মধ্যে না হলেই ভালো হয়৷ রোদে খোলা বাতাসের মধ্যে রাখলে ঠাণ্ডা লেগে শিশুর নিউমোনিয়া পর্যন্ত হতে পারে৷ গ্রামের দিকে দেখা যায় শিশুকে খোলা বাতাসের মধ্যে রোদে দীর্ঘ সময় ধরে রেখে দেওয়া হয়৷ এটা কখনই ঠিক নয়৷ রোদে রাখলে অবশ্য আধা ঘণ্টার বেশী যেন না হয়৷ এটা অবশ্য ভালো হয় সকালের মিষ্টি রোদ হলে৷ শিশুকে স্নান করানো উচিত কুসুম কুসুম গরম জল দিয়ে৷ তীব্র ঠাণ্ডা আবহাওয়া শিশুকে স্নান না করিয়ে কুসুম কুসুম গরম জলে পরিষ্কার গামছা ভিজিয়ে গা মুছিয়ে দিলে ভালো হয়৷ স্নান করানোর পরে পরিষ্কার গরম তোয়লে দিয়ে শিশুর শরীর মুছিয়ে দিতে হবে৷
চটকদার বিজ্ঞাপন দেখে অভিভাবকরা নামীদামী কোম্পানীর তেল শিশুদের মাখিয়ে থাকেন৷ কিন্তু সেটা না করলেই ভালো৷ এতে অনেক সময় শিশুর নরম ত্বকে র্যাশ দেখা দিতে পারে বা অন্য রকম সমস্যাও দেখা দিতে পারে৷ সে কারণে অন্য কোন তেল ব্যবহার না করে অলিভ অয়েল ব্যবহার করলে ভালো হয়৷ সরর্ষের তেল শিশুর মাথায় ও পায়ে ঘষলে শিশুর শরীর গরম রাখা যায় ঠিকই কিন্তু বেশী সময় ধরে ঘষা উচিত নয়৷ সরিষার তেল দিয়ে কিছুক্ষণ পরে মুছে দিতে হবে৷ তবে অলিভ অয়েল ব্যবহার করায় শিশুর পক্ষে ভালো৷ শীত ঋতুতে শিশুর চুল কাটা উচিত নয়৷
পোষাক ঃ শীতের সময় শিশুকে গরম পোষাক পরাতে হবে৷ বেড়াতে গেলে সোয়েটার, হাতমোজা, পামোজা, কানটুপি পরাবেন৷ শিশুকে নিয়ে শীতের সময় বেশী ঘোরাফেরা ভাল নয়৷ শিশুকে ডায়াপার পরাতে হবে, তা মাঝে মাঝেই চেঞ্জ করতে হবে৷
- Log in to post comments