নেতাজী প্রণাম

লেখক
জ্যোতিবিকাশ সিন্‌হা

নেতাজী, নেতাজী,

আজাদ হিন্দ্‌ বাহিনীর নেতাজী

নেতাজী, নেতাজী,

সকলের আদরের নেতাজী

বাঙলার মহান সন্তান তুমি,

ভারতের গৌরব বিশ্বনিখিলে সততঃ স্পন্দিত তোমার স্বদেশপ্রেমের সৌরভ

শতাব্দীর ধ্রুবতারা তুমি,

যুগপুরুষ মহাবিপ্লবী

ত্যাগ-মন্ত্র বলে ভারতবাসীর বুকে এঁকেছিলে দেশাত্মবোধের ছবি

আসমুদ্র হিমাচল হয়েছে উত্তাল

তোমারই অমোঘ আহ্বানে

লক্ষ লক্ষ বীর সৈনিক জেগেছে

 ‘জয় হিন্দ্‌’ গানে

বিদেশী শাসকের অমানুষিক

নিপীড়ন আর পৈশাচিক অট্টহাস

কলঙ্কিত করেছে পৃথিবী

ও সভ্য মানুষের ইতিহাস৷

অন্ধঘোর নিশীথের বক্ষ চিরে

রক্তিম পূবের আকাশ

উদ্‌ভাসিত করলে যুগ সন্ধিক্ষণে,

তুমি, সুভাষ৷

পুষ্পশোভিত নিঃশঙ্ক

জীবনের হাতছানি দিয়েছ বিসর্জন

কণ্টকাকীর্ণ রক্তাক্ত দুর্গম পথ

হাসিমুখে করেছ বরণ৷

গগনভেদী হুঙ্কারে ভেঙেছে

অত্যাচারীর পাষাণ কারাগার

কেঁপেছে শার্দূল-শয়তান,

দুর্বার শক্তিতে তোমার

লালচক্ষু-ভ্রূকূটি অবহেলে,

ধূর্ত শ্যেন দৃষ্টি দিয়েছ ফাঁকি

অভ্রংলেহী মদমত্ত বোঝেনি,

তুমি বিধাতার এক অপূর্ব সৃষ্টি৷

তরুণ সমাজের আদর্শ তুমি,

চির উন্নত শাশ্বত মৃত্যুঞ্জয়

যুব-মানসে যুগে যুগে সঞ্চার’

পৌরুষ অমর অক্ষয়৷

শুভ জন্মদিনে স্মরণে-বরণে

জানাই শতকোটি প্রণাম আজি

নেতাজী, নেতাজী,

অফুরন্ত যৌবনের অগ্রদূত নেতাজী

নেতাজী, নেতাজী,

আপামর দেশবাসীর গর্বের নেতাজী৷৷