নিউ ব্যারাকপুরে সেকেণ্ড ডায়োসিস সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত তিন দিন (২৬, ২৭ ও ২৮ শে জুলাই) ধরে নিউ ব্যারাকপুরে অনুষ্ঠিত হ’ল ব্যারাকপুর ডায়োসিসের সেকেণ্ড ডায়োসিস সেমিনার৷ ট্রেনার ছিলেন আচার্য দীপাঞ্জনানন্দ অবধূত দাদা৷ সেমিনারের প্রথম দিন অর্থাৎ শুক্রবারে সকাল ন’টা থেকে দুপুর বারটা পর্যন্ত অখণ্ড বাবানাম কেবলম কীর্ত্তনের মাধ্যমে সেমিনার শুরু হয়৷ উদবোধন অনুষ্ঠান ও মিলিত আহারের পরে বিকাল তিনটা থেকে ক্লাশ শুরু হয়৷ প্রতিদিনই দুটো করে ক্লাস হয়৷ দ্বিতীয় দিন বিকালের ক্লাসের পরে কীর্ত্তন পরিক্রমা করা হয়৷ শেষের দিনে ক্লাসের পরে ভেলিডিকশন অনুষ্ঠানের মাধ্যমে সেমিনারের সমাপ্তি হয়৷ সেমিনারে প্রতিদিনই প্রায় একশত মার্গী দাদা-দিদি উপস্থিত ছিলেন৷ ট্রেনার দাদা খুব সুন্দর ক্লাশ নিয়েছেন৷ উপস্থিত সকলে ক্লাশ ও বাবার কথা দারুণ উপভোগ করেছেন৷