সংবাদ দর্পণ

আনন্দনগরে শারদীয়া অনুষ্ঠান পালিত

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

শারদীয়া ললিতকলা (অষ্টমী) দিবসে ‘সুরুচি ক্যান্টিন’, সঙ্গীত (নবমী) দিবসে শিশুসদন ও সন্ধ্যায় আপার হোষ্টেলে মিলিত ঈশ্বর-প্রণিধান, মিলিত আহার ও বিজয়া-দশমীতে শ্যামপুর ‘মাতৃস্নেহ’ মহিলা শাখায় তিনঘণ্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম’ নাম-সংকীর্ত্তন মিলিত ঈশ্বর-প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায় ও শারদীয়া অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা, প্রণাম-আলিঙ্গনাদি করা হয়৷ প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়৷

কাঁউরচণ্ডী আনন্দমার্গস্কুলে গুরুকুল দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পূর্বমেদিনীপুর এডুকেশন বোর্ডের পরিচালনায় বিগত ৭ই সেপ্ঢেম্বর কাঁউরচণ্ডী আনন্দমার্গ স্কুলে গুরুকুল দিবস পালন করা হল৷ পাঁশকুড়া এবং কোলাঘাট ব্লকের প্রায় ৭০জন শিক্ষক-শিক্ষিকা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ এছাড়া স্থানীয় মার্গী এবং অভিভাবক-অভিভাবিকারাও উপস্থিত হয়েছিলেন৷ মিলিত ঈশ্বর প্রণিধানের পর জলযোগপর্ব৷ তারপর মূল অনুষ্ঠান শুরু হয়৷ গুরুকুল সচিব আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত গুরুকুল সৃষ্টির ইতিহাস এবং গুরুকুলের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন৷ একটি শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য একজন আদর্শ শিক্ষকের ভূমিকা কী হবে তা সহজ-সরল ভাষায় সবাইকে বুঝিয়ে দেন৷ আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূত ও আচার্য সুবোধানন্দ অবধূত অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বপ্রকার সহযোগিতা করেছেন৷ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ভূক্তিপ্রধান শ্রী সুভাষ প্রকাশ পাল৷

বাস্তুতন্ত্র রক্ষার্থে বিজ্ঞানীরা পৃথিবীতে ফিরিয়ে আনতে চান তাসমানিয়ান টাইগার

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

তাসমানিয়ান বাঘ৷ প্রায় এক শতাব্দী আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া একটি প্রজাতি৷ পিঠে ডোরাকাটা দাগের জন্য একে বাঘের তকমা দেওয়া হলেও আদতে এই প্রাণীটির নাম ছিল থাইলাসিন৷ এটি আসলে মার্সুপিয়াল গোত্রের এক ধরনের অস্ট্রেলিয়ান স্তন্যপায়ী প্রাণী যারা নিজেদের থলিতে করে বাচ্চা লালনপালন করে৷ প্রায় ৩ হাজার বছর আগে তাসমানিয়ান বাঘেরা অস্ট্রেলিয়া জুড়ে দাপিয়ে বেড়াত৷ তাদের দৌরাত্ম্যে ভেড়াদের প্রাণ বাঁচাতে পশুপালকদের রীতিমতো নাজেহাল অবস্থা হত৷ সে কারণে গবাদি পশুদের রক্ষা করতে নির্বিচারে নিধন করা শুরু হয় তাসমানিয়ান বাঘের৷ বিজ্ঞানীরা ১১০ বছর ধরে ইথানলে সংরক্ষিত তাসমানিয়ান বাঘের মাথার খুলি-সহ তাদের গবেষণার জন্য বিভিন্ন জাদুঘর থেকে তাসমানিয়ান বাঘের নমুনা সংগ্রহ করছেন৷ তাসমানিয়ান বাঘ নিয়ে গবেষণাটি মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ও টেক্সাসের প্রতিষ্ঠান কলোসাল বায়োসায়েন্সেসের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে৷

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের নেতৃত্বে ‘থাইলাসিন ইন্টিগ্রেটেড জেনেটিক রিস্টোরেশন রিসার্চ’ নামে একটি গবেষণাগার তৈরির জন্য ৩০ কোটির অনুদান দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ ডুনার্ট নামের প্রাণীটি তাসমানিয়ান বাঘের চেয়ে আকারে অনেক ছোট৷ তবে এদের মধ্যে সাদৃশ্য হল দুটিই তাদের লেজে চর্বি জমা করে এবং মাংসাশী এই প্রাণী দু’টি শিকারের জন্য ধারালো দাঁত ব্যবহার করে৷ তাসমানিয়ান বাঘ নিয়ে এই গবেষণাটি পরিচালনা করছেন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যান্ড্রু পাস্ক৷ তাঁর বিশ্বাস, খুব শীঘ্রই প্রথম থাইলাসাইন শাবকটি পৃথিবীর আলো দেখবে৷ কিন্তু গবেষণারত বিজ্ঞানীদের কথায়, তাঁরা থাইলাসিন বা তাসমানিয়ান বাঘ ফিরে এলে তাসমানিয়ান ডেভিল নামের একটি প্রাণীর জনসংখ্যার দ্রুত ছড়িয়ে পড়া সমস্যার সমাধান করতে পারে৷ কারণ এটিও মার্সুপিয়াল গোত্রের প্রাণী যা তাসমানিয়ায় দেখা যায়৷ এই প্রাণীটি এমন একটি মুখের ক্যানসারের জীবাণু বহন করে যা অন্য প্রাণীকে কামড়ালে ছড়িয়ে পড়ে৷ এদের বৃদ্ধি কমাতে তাসমানিয়ান বাঘকে ফিরিয়ে আনার তোড়জোড় শুরু করেছেন অষ্ট্রেলিয়ার বিজ্ঞানীরা৷

শোক সংবাদ ও শ্রদ্ধাঞ্জলী

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

টাটুয়াড়া গ্রাম নিবাসী দীর্ঘদিনের পুরনো মার্গী স্বর্গীয় মুরুলী কুমার গত ৩রা অক্টোবর’২৪ পাঞ্চ ভৌতিক শরীর ত্যাগ করে পরলোকগমন করেন৷ তাঁর ইচ্ছানুসারে মধ্য আনন্দনগর ‘বেলাবলয়’ শ্মশানে আনন্দমার্গ চর্যচর্য বিধানুসারে অন্ত্যেষ্টিক্রিয়া নিষ্পন্ন হয়৷

গত ১৩ই অক্টোবর ২০২৪ তারিখে, টাটুয়াড়া গ্রামের দীর্ঘদিনের বর্ষীয়ান মার্গীভাই স্বর্গীয় মুরুলী কুমারের বিদেহী আত্মার শান্তি কামনায় তাঁর একমাত্র কন্যা শ্রীমতী সুধা কুমার জয়পুরের আপ্যায়ন ভবনে আনন্দমার্গের চর্যচর্য বিধি অনুসারে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানের আয়োজন করেন৷ অনুষ্ঠানে কীর্ত্তন-ভজন, মিলিত ঈশ্বর-প্রণিধান, বর্ণার্ঘ্যদান ও স্বাধ্যায়ের মাধ্যমে শ্রাদ্ধানুষ্ঠান পরিচালিত হয়৷ শ্রাদ্ধানুষ্ঠানের বৈশিষ্ট্য নিয়ে বিশদ ব্যাখ্যা প্রদান করেন আচার্য নারায়ণানন্দ অবধূত এবং অনুষ্ঠানের পৌরহিত্য করেন আচার্য মুক্তানন্দ অবধূত৷

বাকুলদায় অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৪ ও ৫ই অক্টোবর, বাকুলদা ইউনিটের মার্গীদের আন্তরিক উদ্যোগে মেদিনীপুর ডায়োসিসের ২৪ঘণ্টা ব্যাপী অখণ্ড বাবা নাম কেবলম নাম সংকীর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন হল৷ মেদিনীপুর, ঘাটাল, নন্দীগ্রাম, কাঁথি, ময়না, কোলাঘাট প্রভৃতি এলাকা থেকে মার্গী ভাই-বোনেরা প্রাণভরা আকুতি নিয়ে কীর্ত্তন মণ্ডপে উপস্থিত হয়েছিলেন৷ ভক্তিরস ও কীর্ত্তন মহিমা সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত৷ আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূত, আচার্য সুবোধানন্দ অবধূত ও অবধূতিকা প্রীতিসুধা আচার্যা প্রমুখ বিশিষ্ট জনেরা সারাক্ষণ উপস্থিত ও সর্বপ্রকার সহযোগিতা করে আমাদের ধন্য করেছেন৷

হাওড়ার রাণীহাটিতে কীর্ত্তন দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮ই অক্টোবর হাওড়া রাণীহাটি আনন্দমার্গ আশ্রমে কীর্ত্তন দিবস পালন করা হয়৷ এই উপলক্ষ্যে জেলার বিভিন্ন ইয়ূনিটের মার্গী ভাই বোনেরা আশ্রমে সমবেত হন৷ সকলে এক স্বর্গীয় পরিবেশে ৩ ঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ মহামন্ত্র কীর্ত্তনে আপ্লুত ছিলেন৷ কীর্ত্তন শেষে মিলিত ঈশ্বর প্রণিধান, স্বাধ্যায় ও কীর্ত্তন মাহাত্মের ওপর আলোচনার পর অনুষ্ঠান সমাপ্ত হয়৷

আনন্দনগর ভ্রমণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১২-১৫ অক্টোবর’২৪ নরওয়ের দুই জন ও পশ্চিমবঙ্গের হুগলীর মগরা থেকে পরিবারের সকলকে নিয়ে আনন্দনগর ভ্রমণে আসেন৷ আনন্দনগরের প্রাগৈতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন, তন্ত্রপীঠ, শিক্ষা, সেবা ও উন্নয়নমূলক প্রকল্পগুলো ঘুরে দেখেন৷

 নরওয়ে থেকে আসা মার্গীভাইরা মূলতঃ আনন্দনগরের তন্ত্রপীঠগুলিতে আধ্যাত্মিক অনুশীলন তথা গভীর সাধনা করতে আন্তরিকভাবে খুবই আগ্রহী৷ আনন্দনগরের বিভিন্ন তন্ত্রপীঠগুলিতে সাধনা করে আধ্যাত্মিক তরঙ্গ উপলব্ধি করেন৷

সেমিনার ও কীর্ত্তন দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮ই অক্টোবর খেজুরতলা আনন্দমার্গ আশ্রমে পঞ্চায়েত লেভেল সেমিনার ও সেইসঙ্গে কীর্ত্তন দিবস পালন করা হল৷ সেমিনার এবং কীর্ত্তন দিবসের উপর বক্তব্য রাখেন যথাক্রমে শ্রী অসিত কুমার মাইতি এবং আচার্য সুবোধানন্দ অবধূত৷ ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিট সেক্রেটারী শ্রী নিরঞ্জন মান্না৷

মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে নারায়ণ সেবা ও বস্ত্র বিতরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২১শে অক্টোবর, হাওড়ায় চ্যাটার্জী হাট আনন্দমার্গ স্কুলে মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় ও প্রায় ১০০০ মানুষ নারায়ণ সেবায় অংশগ্রহণ করেন৷ নারায়ণ সেবায় সহযোগিতা করেন বকুলচন্দ্র রায়, অমিয় পাত্র, শ্যামাপদ মণ্ডল, বিজলী মণ্ডল, প্রশান্ত শীল প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আচার্যা লোপামুদ্রা ব্রহ্মচারিনী৷

এছাড়াও শ্যামপুর ব্লকের সুলতানপুরে আনন্দমার্গ চক্রনেভিতে ও বিলাডিঙ্গি আনন্দমার্গ আশ্রমে বকুল রায়ের উদ্যোগে বস্ত্র বিতরণ হয়৷

জগৎবল্লভপুর ব্লকের বালিয়া ইয়ূনিটে মহাব্রত ব্রহ্মচারীর পরিচালনায় অখণ্ড কীর্ত্তন বস্ত্র বিতরণ ও নারায়ণ সেবার আয়োজন করা হয়৷

বেলামুতে স্কুল নির্মাণের প্রস্তুতি চলছে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৬ই অক্টোবর’২৪ স্থানীয় মার্গীভাইদের সহায়তায় বেলামু পাহাড়ের দক্ষিণে তলদেশে বেলামু মৌজায় আনন্দমার্গ বিদ্যালয় স্থাপনের জন্যে মাটি সমান করার কাজ চলছে৷

পাশেই রয়েছে স্বপ্ণেশ্বর বন্দোপাধ্যায় ত্রিকোণ সেঞ্চুয়ারীর জন্যে নির্দিষ্ট জমি৷ এই সেঞ্চুয়ারী লজ্জাবতী সরণি, চৌধুরী সরণি ও আস্তিক সরণি দ্বারা বেষ্টিত থাকবে৷ মৃতপ্রায় পাখিদের আশ্রয়স্থল, বিলুপ্তির পথে যেসব পাখি, জীবজন্তু ও জলজ প্রাণী তাদের সংরক্ষণের ব্যবস্থা করার জন্যে হবে৷