সংবাদ দর্পণ

দিব্যপ্রকাশানন্দজীর্ শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে দৃঢ় সংকল্প গ্রহণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২১শে মার্চ’২৪ আচার্য দিব্যপ্রকাশানন্দ অবধূত আমাদের ছেড়ে অমৃতলোকে চলে যান৷ ২৯শে মার্চ’২৪ শুক্রবার তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় শ্রদ্ধাঞ্জলী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয় দক্ষিণ প্রত্যন্ত আনন্দনগরের কৌষিকী জুনিয়র হাইস্কুলে৷ এখানেই তাঁর কর্মস্থল ছিল৷ ভক্তিমূলক প্রভাতসঙ্গীত, ‘বাবা নাম কেবলম’ নাম-সংকীর্তন, মিলিত ঈশ্বর প্রণিধাণ, বর্ণার্ঘ্যদান ও স্বাধ্যায় শেষে সমাজ কল্যাণে তাঁর অবদান নিয়ে স্মৃতিচারণ করা হয়৷ মৃত্যুর পূর্বে দিব্যপ্রকাশানন্দজী কৌষিকী জুনিয়র হাইস্কুল ক্যাম্পাসে ধর্মচক্রের জন্যে দ্বিতলে একটি ভবন নির্মাণ শুরু করেছিলেন৷ গত ২০শে ফেব্রুয়ারী’২৪ ওই ভবনের ছাদ ঢালাই হয়েছিল৷

তাঁর গুণমুগ্দ দীক্ষা ভ্রাতাগণ দৃঢ়সংকল্প গ্রহণ করেন যে ‘‘তাঁর নির্মিত ভবনটির অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার৷’’ আর সম্মিলিতভাবে ওই ভবনটির নাম রাখা হয়েছে ‘আচার্য দিব্যপ্রকাশানন্দ অবধূত’ ভবন৷

মেয়েদের টাইকাণ্ডো পরীক্ষা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দমার্গ শিশুসদন ও গ্রামের মেয়েদের আত্মসুরক্ষা ও আত্মবল অর্জন, সরকারী-বেসরকারী ও সুরক্ষা বিভাগে কর্ম সুযোগের লক্ষ্যে গত বছর ১১ই মার্চ’ ২৩ আনন্দমার্গ মহিলা কলেজ ক্যাম্পাসে অভিজ্ঞ প্রশিক্ষকের দ্বারা সপ্তাহে শণি ও রবিবার দুইদিন নিয়মিত টাইকাণ্ডো অনুশীলন করা হয়ে আসছে৷ পরিচালনায় রয়েছেন অবধূতিকা আনন্দ তপঃশিলা আচার্য৷ গত ১৬ই মার্চ’২৪ পরীক্ষার মাধ্যমে সকলে ‘ইয়েলো বেল্টে’ উন্নীত হয়েছে৷

মেধান্বেষণ ও বৃত্তি পরীক্ষার ফলাফল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৩রা মার্চ’২৪ স্বর্গীয় শম্ভু নারায়ণ রায় স্মৃতি পঞ্চম ও নবম শ্রেণীর ছাত্র-ছাত্রাদের মেধা অন্বেষণ ও বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ পঞ্চম শ্রেণীর মেধাবী প্রথম কুড়িজন ও নবম শ্রেণীর মেধাবী দশজনের নাম, রোল নম্বর, অভিভাবক ও বিদ্যালয়ের নাম প্রকাশিত করা হয়েছে৷

আনন্দনগরে প্রাক্তন ছাত্রের উপস্থিতি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দনগর আনন্দমার্গ হাইস্কুলের প্রাক্তন ছাত্র শ্রী সুভাশিষ মণ্ডল ১৯৯৭ সালে ভর্ত্তি হয় ও ২০০৩ সালে এই স্কুল থেকেই মাধ্যমিক পাশ করে উচ্চ শিক্ষার জন্যে কলকাতা যায়৷ এখন সে সরকারী ডাক্তার৷ মেডিসিনে এমডি৷ কলকাতায় পোষ্টিং৷ ধর্ম পত্নী বনি হাজরাকে নিয়ে ১১-১৪ই মার্চ’২৪ আনন্দনগর ঘুরে-বেড়ায়৷ আনন্দনগরের সেই পুরনো স্মৃতি রোমন্থন করে অর্থাৎ যে হোষ্টেলে থাকত, হাইস্কুলে পড়ত তখনকার ও এখনকার পরিবেশ পর্যালোচনা করে৷ তাছাড়া আনন্দনগরের প্রাগৈতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও দর্শনীয় স্থান, বহুমুখী সেবা-কল্যাণ ও উন্নয়নমূলক প্রকল্প গুলি দেখে৷

আধ্যাত্মিক আন্দোলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কয়েক বছর আগেও আনন্দনগরে কয়েকটি জায়গায় ছাড়া অখণ্ড নাম-সংকীর্ত্তন হতো না৷ এখনতো কীর্ত্তনের তারিখ দেওয়া সম্ভব হয়ে উঠে না৷ ছুটির দিনে কোন না কোনো অনুষ্ঠান থাকেই৷ বিশেষ করে যেখানে একবার কীর্ত্তনের আয়োজন করা হয়ে থাকে ওরা প্রায় প্রত্যেকেই ওই কীর্ত্তনকে বাৎসরিক অনুষ্ঠান হিসেবে পালন করতে চায়৷ তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে আনন্দমার্গের অনুগামী না হয়েও কীর্ত্তন করতে এগিয়ে আসছেন৷ ‘বাবা নাম কেবলম্‌’ কীর্ত্তনের মাহাত্ম্য ও আধ্যাত্মিক তরঙ্গ সকলকে আন্দোলিত ও উদ্বেলিত করে তোলে৷ আমাদের লক্ষ্য প্রতিদিন আনন্দনগরে কোথাও না কোথাও সংগঠিত কীর্ত্তন হোক৷ কীর্ত্তনের প্রভাবে সকলের কল্যাণ হোক, সকলের মধ্যে শুভ-ভাবনার উদয় হোক৷

১৭ই মার্চ’২৪ জিওদারু গ্রামের সম্মিলিত প্রয়াসে ছয় ঘণ্টার নাম সংকীর্ত্তন, নগর কীর্ত্তন, তত্ত্বসভা, মিলিত ঈশ্বর প্রণিধাণ, বর্ণার্ঘ্যদান ও নারায়ণ সেবার আয়োজন করা হয়৷ প্রতি মাসে তৃতীয় রবিবার হিসেবে বাবা স্মৃতি শৌধে তিন ঘণ্টা নাম-সংকীর্ত্তন ও নারায়ণ সেবার আয়োজন করা হয়৷

অখণ্ড নাম সংকীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৯ই মার্চ’২৪ টাটুয়াড়া নিবাসী শ্রীকেজুলাল কুমারের বাসভবনে মানসিক শান্তি কামনায় সকাল থেকে ৬ ঘণ্টা অখণ্ড নাম সংকীর্ত্তন ‘বাবা নাম কেবলম্‌’, মিলিত ঈশ্বর প্রণিধাণ, স্বাধ্যায়, বর্ণার্ঘ্যদান ও নারায়ণ সেবার আয়োজন করা হয়৷

আমেরিকার ভার্জিনিয়া থেকে আনন্দনগর

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২১-২২ মার্চ’২৪ আমেরিকার ভার্জিনিয়া থেকে দীর্ঘ ৩৪ বছর পর আনন্দনগর বেড়াতে আসেন কস্তুরী৷ আনন্দনগরের এত পরিবর্তন দেখে তিনি মুগ্দ হয়ে যান৷ উমানিবাসের মহিলা বিভাগের সেবামূলক প্রকল্পগুলো পরিদর্শন করেন৷ আনন্দনগরে ফার্ম ডিপার্টমেন্টের কাজুবাদাম বাগান, আম বাগান, মাল্টা মোসাম্বি বাগান ও নার্সারি, অডিটোরিয়াম, তন্ত্রপীঠ, রাঢ় মিউজিয়াম প্রভৃতি স্থান পরিদর্শন করেন৷

চিৎমু সপ্তদশতম বার্ষিক নাম-সংকীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৯-১০ মার্চ,২৪ চিৎমু আনন্দমার্গ সেন্ট্রাল জাগৃতিতে বাৎসরিক সপ্তদশতম ২৪ ঘণ্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম’ নাম সংকীর্ত্তন, প্রভাত সঙ্গীত, মিলিত ঈশ্বর প্রণিধান, স্বাধ্যায়, তত্ত্বসভা ও নারায়ণসেবার আয়োজন করা হয়৷ চিৎমু গ্রামের এই নাম-সংকীর্ত্তন মিলনোৎসবের রূপ ধারণ করেছে তথা গণোৎসবের আকার নিয়েছে৷ গ্রামের যেসব মানুষ কর্মসূত্রে বাইরে থাকেন তাঁরা ছুটি নিয়ে ও মহিলারা শ্বশুর বাড়ি থেকে কীর্ত্তনের আকর্ষণে চলে আসেন অংশগ্রহণ করতে৷

আনন্দনগরে বিশেষ ধর্মচক্র

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৮ই মার্চ,২৪ শিবচতুর্দশী তিথিতে ডিমডিহা ও পসকা তন্ত্রপীঠে স্থানীয় মার্গীগণ দ্বারা বিশেষ ধর্মচক্রের অর্থাৎ মিলিত ঈশ্বর প্রণিধাণের আয়োজন করা হয়৷

অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৩রা’২৪ মার্চ, হিঞ্জরী-শ্যামপুর গ্রাম নিবাসী ধর্মদাস কুমার মহাশয়ের বাসভবনে মানসিক শান্তি রক্ষায় সকাল ৯-১২টা অখণ্ড ‘বাবা নাম কেবলম’ নাম সংকীর্ত্তন, মিলিত ঈশ্বর প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায় ও নারায়ণ সেবার আয়োজন করা হয়৷