লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত
পাখী জানে ঘুম ভাঙানো গান,
খুশির স্রোতে ভাসিয়ে দিতে প্রাণ!
পাখী জানে নিরুদ্দেশের পানে
মেলতে ডানা অজানারই টানে৷
পাখী জানে হারিয়ে যেতে বনে,
নীড় বাঁধতে একান্তে নির্জনে৷
পাখী জানে মান-ভাঙানো শিষ
দোদুল ডালে দুলতে অহর্নিশ৷
পাখী জানে যেথায় খুশি যেতে
বাঁধন-হারা মুক্তির স্বাদ পেতে৷
পাখীর জানে সুদূর মেঘের আড়ে
উড়তে উড়তে হয়তো পাবে তাঁরে৷
- Log in to post comments