পাঁশকুড়ায় প্রথম ডায়োসিস লেবেল সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১২, ১৩ ও ১৪ই জুলাই পাঁশকুড়ার রঘুনাথবাড়ি আনন্দমার্গ স্কুলে প্রথম ডায়োসিস লেবেল সেমিনার অনুষ্ঠিত হল৷ টাটা, মুরি, বাঁকুড়া ও মেদিনীপুর ডায়োসিস থেকে প্রায় দুই শতাধিক মার্গী ভাই-বোন উক্ত সেমিনারে অংশ নেন৷ ২০/২৫ জন দাদা-দিদিদের উপস্থিতিতে সেমিনার স্থল চাঁদের হাটে রূপান্তরিত হয়েছিল৷ সেমিনারের মূল সংঘটক আচার্য কল্পনাথানন্দ অবধূত, মুখ্য প্রশিক্ষক ছিলেন আচার্য সুতীর্থানন্দ অবধূত, আচার্য কৃষ্ণপ্রসন্নানন্দ অবধূত ও অবধুতিকা আনন্দ অভীষা আচার্যা৷ তিন ঘণ্টার অখণ্ড বাবা নাম কেবলম কীর্তন দিয়ে সেমিনারের শুভারম্ভ৷ সমস্ত ক্লাস সুন্দরভাবে হয়েছে৷ মার্গীরা মনোযোগ সহকারে শুনেছেন৷ সকালে প্রভাতফেরি ও বিকালে নগর কীর্তন সুচারুরূপে সম্পন্ন হয়েছে৷ পূর্বমেদিনীপুরের রাওয়া সেক্রেটারী শ্রীমতী অলকা বর্মনের পরিচালনায় দ্বিতীয় দিন সন্ধ্যার আকর্ষণ ছিল একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান৷ এছাড়াও প্রথামাফিক কৌশিকী ও তাণ্ডব নৃত্য প্রতিযোগিতা হল৷ পুরস্কারের ব্যবস্থা করেনS.D.M এর পক্ষ থেকে আচার্য চিরঞ্জয়ানন্দ অবধূত৷ তৃতীয় দিনের সাংবাদিক সম্মেলনটি ছিল দেখার মত৷ প্রতিদিন, বর্তমান, আশার দিশারি প্রভৃতি বেশ কয়েকটি পত্রিকার পক্ষ থেকে সাংবাদিকরা আনন্দমার্গ সম্পর্কে নানাবিধ প্রশ্ণ করেন৷ আনন্দমার্গের সন্ন্যাসী ও সেমিনারের উদ্যোক্তারা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেন৷ পরিশেষে সর্বজন শ্রদ্ধেয় আচার্য সর্বেশ্বরানন্দ অবধূতের ‘বাবা কথা’ দিয়ে সেমিনার সমাপ্ত হয়৷