লেখক
কৌশিক খাটুয়া
তিন জোড়া পা আর
এক জোড়া ডানা,
সর্বাঙ্গ কাজে লাগিয়ে
দানা পানি খানা৷
অপরের রক্ত পানে
যত করি মানা,
এতই অবাধ্য, কোনো
কথাতো শোনেনা!
পিপীলিকার আছে জানি
তিন জোড়া চরণ,
চায়না কখনো ডানা
গজালেই মরণ!
তাই তারা দশ মাস
কাজ করে যায়,
শীতকালে দুই মাস
বসে বসে খায়৷
- Log in to post comments