প্রভাত সঙ্গীতের ৩৭ বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কলকাতা ঃ  গত ২২শে সেপ্ঢেম্বর প্রভাত সঙ্গীতের ৩৭ বর্ষ উৎসব উপলক্ষ্যে কলকাতায়  আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রমে আয়োজিত প্রভাত সঙ্গীত প্রাক্চূড়ান্ত  ও চূড়ান্ত প্রতিযোগিতা সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হল৷  প্রায় ৯৫০ জন প্রতিযোগী ও তাদের অভিভাবক-অভিভাবিকা প্রায় আড়াই হাজার সঙ্গীত অনুরাগীর উপস্থিতিতে আশ্রম চত্ত্বর এক বিরাট আনন্দমেলার রূপ নেয়৷ এই প্রতি -যোগিতায় পশ্চিমবাংলা, ত্রিপুরা, অসম, ঝাড়খণ্ড , ওড়িষ্যা রাজ্য ছাড়াও দিল্লী, মুম্বাই, নাগপুর প্রভৃতি স্থানে অনুষ্ঠিত প্রভাত সঙ্গীতের ৮৫টি প্রাথমিক প্রতিযোগিতা কেন্দ্র থেকে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা অংশগ্রহণ করেছিলেন৷ প্রতিযোগিরা প্রভাত সঙ্গীত , প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য ও অঙ্কন---এই তিন বিভাগে বয়স অনুসারে ক, খ, গ ও ঘ গ্রুপ --- সব বিভাগ থেকেই ছিলেন৷

সকাল ৯ ঘটিকায় অনুষ্ঠান শুরু হয়৷ জনসংযোগ ও রাওয়া RAWA) সচিব আচার্য তন্ময়ানন্দ অবধূত, কার্যরত সাধারণ সম্পাদক আচার্য সুতীর্থানন্দ অবধূত, আচার্য সুধাক্ষরানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ বিশোকা আচার্যা, অবধূতিকা আনন্দ করুণা আচার্যা প্রমুখ প্রভাত সঙ্গীতের শ্রষ্ঠা পরম শ্রদ্ধেয় প্রভাতরঞ্জন সরকারের প্রতিকৃতিতে মাল্যদান করে ও প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন৷ এরপরেই আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রম  ও আনন্দমার্গের মহিলা কল্যাণ বিভাগের আশ্রমের বিভিন্ন  হল ঘরে প্রভাত সঙ্গীতের বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা শুরু হয়ে যায়৷ সমস্ত বিভাগেই বিশিষ্ট শিল্পীরা বিচারকের আসন গ্রহণ করেন৷

দুই আশ্রমের বিভিন্ন কক্ষে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন বিভাগে প্রাকচূড়ান্ত  ও চূড়ান্ত প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়৷

দুই আশ্রমের বিভিন্ন কক্ষে  কোথাও নৃত্য, কোথাও গীত, কোথাও অংকন--- এইভাবে প্রায় ১০০০ প্রতিযোগীর প্রাকচূড়ান্ত ও চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷

এরপর সন্ধ্যায় মনোগ্রাহী অনুষ্ঠানের মাধ্যমে কৃতী প্রতিযোগিদের মধ্যে ‘নবরত্ন’, ‘ত্রিরত্ন’ ও ‘রাওয়া রত্ন’ পুরস্কার বিতরণ করা হয়৷  আনন্দমার্গে কেন্দ্রীয় কর্মকর্ত্তৃবৃন্দ ও বিশিষ্ট শিল্পীবৃন্দ প্রতিযোগীদের হাতে পুরস্কার ও অভিজ্ঞান পত্র তুলেদেন৷ প্রতিযোগীতায় ‘নবরত্ন’ ‘ত্রিরত্ন’ ও ‘রাওয়া রত্ন’ প্রাপকদের বিস্তারিত প্রতিবেদন আগামী সংখ্যায়  প্রকাশ করা হবে৷ বর্তমানে সমবেত নৃত্য, সমবেত সঙ্গীত, বিজয়ীদের    ও ‘রাওয়া রত্ন’ প্রাপকদের  নাম প্রকাশ করা হল৷

সমবেত নৃত্যে পুরস্কার প্রাপকরা হলেন ---

প্রথম - কালার্স ডান্স এ্যাকাডেমী (জলপাইগুড়ি)৷

দ্বিতীয়- ছন্দশ্রী কলা কেন্দ্র (শিবপুর, হাওড়া)৷

তৃতীয় - তৃতীয় শিবম্ ডান্স এ্যাকাডেমী (কৃষ্ণনগর)৷

সমবেত সঙ্গীত ঃ  

প্রথম--জয়-জয়ন্তি সঙ্গীতালয়  (শান্তিনিকেতন) ৷

দ্বিতীয়- রেনবো গ্রুপ (জামশেদপুর),

তৃতীয় - অঞ্জলি সঙ্গীত কলাকেন্দ্র (হাওড়া)৷

রাওয়ারত্ন ঃ

সঙ্গীত ---    (ক) সৌমিলি গড়াই (কাটোয়া)

   ,,          (খ) নিসা মন্ডল ( শিউড়ি)

   ,,          (গ) দীপসা সাধুখান (কৃষ্ণনগর)

   ,,          (ঘ) মেঘা দাস (শান্তিনিকেতন)

 নৃত্য  ---   (ক) কৌশিক কুন্ডু (কৃষ্ণনগর)

   ,,          (খ) স্বায়মদেব (আগরতলা)

   ,,          (গ) শর্মিষ্ঠা গায়েন (কলকাতা)

   ,,       (ঘ) মৌমিতা রায়  (ঢাংঢিংগুড়ি)

অংকন  ---  (ক) চয়িতা দেব (কলকাতা)

   ,,          (খ) সুব্রত সরকার (আমতা)

   ,,          (গ) সন্তোষ  জেনা (বালেশ্বর)