প্রেরণা

লেখক
কৌশিক খাটুয়া

শিউলি সুরভী ছড়ানো পবনে

জাগ্রত তারা নিশিথ গগনে,

নিদ্রিত ধরা আচ্ছন্ন স্বপনে

তুমি এসেছিলে মোর মনে৷

বলেছিলে তুমি, ‘নই আমি একা’

অন্তরে আমি পাব তব দেখা,

পানসিতে আমি, তুমি কর্ণধার

দুস্তর পারাবার!

দিগভ্রান্তের তুমি ধ্রুবতারা

বিভ্রান্তের তুমিই ইশারা,

পথের ক্লান্তি দূর্যোগে মানি

নাই কিছু হারাবার৷

বিপর্যয়ে তুমিই পরিত্রাতা

জীবনে মরণে রয়েছো বিধাতা,

বৈচিত্র্যময় লীলার ছন্দে

মঙ্গলময় প্রকাশ৷

বিঘ্ন-বাধা চির স্বাগতম

অতিক্রমণ অতি মনোরম৷

উদ্বেগ ভয় করি যেন জয়

নাই শঙ্কার অবকাশ৷

জীবনযাত্রার লক্ষ্য কোথায়

তুমি জানো সে আধার৷

চরম লক্ষ্যে পৌঁছিবার

রয়েছে অঙ্গীকার৷

বাধা যদি আসে সহজেই নেব

তোমারই নামটি নিয়ে বাহিরিব,

বিনিদ্র তারা সাক্ষী স্বরূপ

সঙ্গে রয়েছো হয়োনা বিরূপ৷

উপলখণ্ড চরণে দলিয়া

সমুখে এগিয়ে যাব৷

তব অভীপ্সা পূর্ণ করিতে

মরণকে সাথে লব৷