লেখক
কৌশিক খাটুয়া
নিদ্রামগ্ণ জগৎ জাগানো
সূর্যের বড় দায়,
বৃদ্ধ সূর্যের নয় সন্তানের
মাথা নিচু লজ্জায়৷
অলস তনয় শুধু গ্রহ নয়
এক একটি গলগ্রহ,
কাজে হেলাফেলা
আলো-নিশি খেলা
পিতৃ নির্ভরতা অহরহ৷
কুপুত্র তরে পিতা আশাহত
পরিকল্পনা গুলি হচ্ছে ব্যাহত,
গ্রহগুলি পথে ভ্রমণে রত,
চলে খেয়ালে নিজের মতো৷
সদা চঞ্চল, অস্থির মতি
নাই পারিবারিক সম্মান,
ভালো হতে বলা অরণ্যে রোদন
অবাধ্য সব সন্তান!
বৃদ্ধ সূর্য হাত নেড়ে ডাকে
গ্রহগুলি তখন ঘুমে নাক ডাকে,
জন্ম থেকেই সন্তান গুলো স্বভাবে এত অলস
তবুও সূর্যের অকৃপণ স্নেহ
চেষ্টাও নিরলস৷
- Log in to post comments