Baba's Name
শ্রী প্রভাতরঞ্জন সরকার
দলীয় রাজনীতির হাত থেকে শিক্ষা-ব্যবস্থাকে সযত্নে মুক্ত রাখা দরকার৷ শিক্ষা-ব্যবস্থার আর্থিক দায়িত্ব রাষ্ট্রের কিন্তু পঠন-পাঠন,পাঠরীতি তথা পাঠ্য-নির্বাচনের একচ্ছত্র অধিকার শিক্ষাব্রতীদেরই থাকা উচিত৷ রাষ্ট্র এই শিক্ষাব্রতীগণকে বা শ্বিবিদ্যালয়কে পরামর্শ দিতে পারে---হুকুম করতে পারে না, কোনো প্রস্তাব বিচার-বিবেচনার জন্যে পাঠাতে পারে---গ্রহণ করতে চাপ দিতে পারে না৷ তোর-ব্যবস্থা, সিনেমা প্রভৃতি যে সকল জিনিসের লোকশিক্ষামূলক গুরুত্ব আছে সেগুলি সম্বন্ধেও ঠিক একই কথা প্রযোজ্য৷ এগুলোকে দলীয় স্বার্থের জয়ঢাকে পরিণত হতে দেওয়া যায় না৷