শিলিগুড়িতে মহামিছিলের ডাক বাঙালী ছাত্রযুব সমাজের

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বাঙালী ছাত্রযুবসমাজের কেন্দ্রীয় কমিটির সদস্যা অর্পিতা মণ্ডল এক প্রেসবার্র্তয় জানান--- অসাংবিধানিক জিটিএ চুক্তি বাতিলের দাবীতে ও বাঙলা ভাগের প্রতিবাদে শিলিগুড়িতে মহামিছিলের ডাক দিয়েছে বাঙালী ছাত্রযুব সমাজ৷ তিনি বাঙালী জাতির এই মহাসংকটে দলমত নির্বিশেষে সকল শ্রেণীর বাঙালী জনগোষ্ঠীকে এই মহামিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান৷

সংঘটনের কেন্দ্রীয় সচিব তপোময় বিশ্বাস বলেন--- বিদেশী বিচ্ছিন্নতাবাদী শক্তি দার্জিলিংকে বাঙলা থেকে বিচ্ছিন্ন করে আলাদা গোর্খাল্যাণ্ড গড়ার আন্দোলন করে আসছে দীর্ঘদিন ধরে৷ কিন্তু দুঃখের বিষয় রাজ্যের একটি রাজনৈতিক দলের সাংসদ ও বিধায়করা পৃথক উত্তরবঙ্গ ও গোর্র্খল্যাণ্ডের দাবীকে সমর্থন করে এই বিদেশী বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলনকে  ইন্ধন জোগাচ্ছে৷ তিনি অভিযোগ করেন জিটিএ ঘটন সম্পূর্ণ অসাংবিধানিক৷ ভারতীয় সংবিধানে স্বশাসিত অঞ্চলের সুযোগ পেতে পারে উপজাতি জনগোষ্ঠী৷ কিন্তু ভারতের উপজাতি জনগোষ্ঠীর তালিকায় বিদেশী গোর্খাদের নাম নেই৷ তাই জিটিএ সম্পূর্ণ অবৈধ৷

তপোময় বিশ্বাস বলেন---আমরা বাঙালী সংঘটন দীর্ঘদিন ধরে দার্জিলিংএ বিচ্ছিন্ন শক্তির বিরুদ্ধে লড়াই করে আসছে৷ কিন্তু সরকার সেই আন্দোলনকে আমল দেয়নি৷ উল্টে বিচ্ছিন্নতাবাদীদেরই প্রশ্রয় দিচ্ছে৷ তারই সুযোগ নিয়ে বিদেশী গোর্খারা কখনও গোর্র্খ হিল কাউন্সিল, কখনও টেরিটোরিয়াল অঞ্চল সরকারের কাছ থেকে উপঢৌকন নিয়ে রাজ্যের উন্নয়নের শত শত কোটি টাকা নয় ছয় করছে৷ এরই প্রতিবাদে আগামী ১৮ই জুলাই জিটি চুক্তি বাতিলের দাবীতে ও বাঙলাভাগের চক্রান্তের বিরুদ্ধে শিলিগুড়ি পোস্ট অফিস মোড়ে এক বিশাল জমায়েতের ডাক দিয়েছে বাঙালী ছাত্রযুব সমাজ৷