স্মরণিকা

* সার্থক শিল্পী বা সঙ্গীতজ্ঞের এমন একটা সুকুমার স্পর্শবোধ ও এমন সূক্ষ্ম অনুভূতি থাকে যা তার শিক্ষা বা চর্চা থেকে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না৷ যদি শুরু থেকেই তার মধ্যে সহজাত একটা শৈল্পিক প্রবণতা না থাকে সে কখনোই শিল্প-নৈপুণ্যের শীর্ষে উঠতে পারে না৷

* যৌবন সর্বকালে সর্বদেশে সৃষ্টিছাড়া ও লক্ষ্মীহারা৷

*বিভিন্ন সভ্যতার ও শিক্ষার  সংঘর্ষের দরুন চিন্তাজগতে বিপ্লব উপস্থিত হয়৷ এই বিপ্লবই জাতির চৈতন্যের লক্ষণ৷

* আমরা ভারতবাসী---অতএব ভারতের মঙ্গলই আমাদের মঙ্গল৷

                                                    ---নেতাজী সুভাষ