* জীবনে যদি বড় দুঃখ পাও, সে দুঃখ লিখে রেখে যেও উত্তরকালের জন্য৷ সিনসিয়ার দুঃখের কাহিনী চিরদিন অমর থাকবে, কিন্তু তা চিরদিন লোকের মনে বল দেবে৷ পূর্ণ অন্ধকার অমাবস্যার পরই শুক্লপক্ষে চাঁদ ওঠে---দুঃখের রাত্রিতেই তারা খুব উজ্জ্বল হয়৷
* প্রকৃতির একটা বৈশিষ্ট্য এই যে, নির্জন স্থানে প্রকৃতির এই রূপ মনে নতুন ধরনের অনুভূতি ও চিন্তা এনে দেয়৷
*সমাজের বাস্তব পটভূমিতে যে রসশিল্প রচিত হয়, শিল্পীমানসের প্রকাশ-ভূমি যাহা, তাহাই সাহিত্য৷
---বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- Log in to post comments