লেখক
পত্রিকা প্রতিনিধি
* দ্বিজেন্দ্রলাল রায় স্মরণে
বাংলা সাহিত্যের অমর গীতিকার ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় ১৮৬৩ সালের ১৯শে জুলাই নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন৷ মাত্র ৪৯ বছর বয়সে ১৯১৩ সালের ১৭ই মে পরলোক গমন করেন৷ তাঁর রচিত গানগুলি দেশপ্রেমের প্লাবন এনেছিল বাঙলাদেশে৷
বঙ্গ আমার ! জননী আমার,
ধাত্রী আমার ! আমার দেশ৷
কেন গো মা তোর মলিন বদন
কেন গো তোর রুক্ষ কেশ৷
--- দ্বিজেন্দ্রলাল রায়
- Log in to post comments